• Bengali Word pull 2 English definition [পুল্] (verb transitive), (verb intransitive) ১ টানা; টেনে নেওয়া; টেনে তোলা: Bullocks pull ploughs. The dentist pulled out one of my teeth. pull something to pieces শক্তি প্রয়োগ করে কোনো জিনিসকে খণ্ড খণ্ড করে ফেলা; (লাক্ষণিক) তীব্র সমালোচনা করে কোনো বক্তব্য বা লেখাকে দুর্বল, অসার প্রতিপন্ন করা।
    The dentist pulled out one of my teeth. pull something to pieces শক্তি প্রয়োগ করে কোনো জিনিসকে খণ্ড খণ্ড করে ফেলা; (লাক্ষণিক) তীব্র সমালোচনা করে কোনো বক্তব্য বা লেখাকে দুর্বল, অসার প্রতিপন্ন করা। (২) দাঁড় টানা: The boat pulled for the shore. pull together (লাক্ষণিক) একত্রে কাজ করা; সহযোগিতা করা। pull one’s weight পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে কাজ করা। (৩) pull at/on something (ক) টান দেওয়া: pull at a rope. (খ) ধূমপানের জন্য টান দেওয়া বা শুষে নেওয়া: He gave the cigarette a strong pull. (৪) pull a fast one (কথ্য) কাউকে প্রতারিত করা। pull a proof মুদ্রণের আগে প্রুফ টানা। (৫) (অশিষ্ট) ডাকাতি করা; চুরি করা: He pulled a large amount from the office accounts. (৬) (adverbial particle এবং prep-সহযোগে ব্যবহার) pull somebody/something about টানাহেঁচড়া করা; কারো প্রতি দুর্ব্যবহার করা। pull something apart টেনে সরিয়ে আনা; বিচ্ছিন্ন করা। pull something down ধ্বংস করা; ভেঙে ফেলা (যেমন কোনো প্রাচীন দালান)। pull somebody down দুর্বল করা: He was much pulled down by an attack of flu. pull in (ক) স্টেশনে ট্রেন এসে দাঁড়ানো: The Chittagong Mail pulled in the Comilla station. (খ) (মোটর বা নৌকা) কোনো গন্তব্যের দিকে যাওয়া: The truck-driver pulled into the side of the road. (গ) আকর্ষণ করা: The film is pulling in a large audience everyday. (ঘ) (কথ্য পুলিশদের ভাষায়) আটক করা। pull off (ক) মোটরগাড়িকে রাস্তার পাশে পার্কিংয়ের জায়গায় দাঁড় করানো। (খ) কোনো পরিকল্পনায় সফল হওয়া। pullout (রেলগাড়ি) স্টেশন ছেড়ে চলে যাওয়া; নৌকা, জাহাজ, গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া। pull (somebody) out of (something) প্রত্যাহার করা: They are pulling their troops out of the war zone. pull-out (noun) প্রত্যাহার। pull something over নৌকা-গাড়ি ইত্যাদি পাশে সরিয়ে নেওয়া যাতে অন্য যানবাহন সহজে যেতে পার। pull (somebody) round কাউকে আরোগ্যলাভে সাহায্য করা: The medicine will pull you round. pull through বিপদ, অসুবিধা, ব্যর্থতা কাটিয়ে ওঠা। pull (somebody) through আরোগ্যলাভে সাহায্য করা। pull oneself together আত্মসংবরণ করা; নিজের ক্ষমতা; অনুভবশক্তিকে সংহত করা; সুস্থ হওয়া। pull (something) up রাস টানা; থামা; থামানো: The car pulled up under the portico. pull-up (noun) থামার জায়গা: It’s a pull-up for the taxi-drivers. pull (somebody) up নিয়ন্ত্রণ করা; তিরস্কার করা; The father pulled up his son.