• Bengali Word privy English definition [প্রিভি] (adjective) ১ (আইন বাদে অন্যক্ষেত্রে প্রাচীন প্রয়োগ) গোপন; গূঢ়; একান্ত।
    privy to গুপ্তবিষয়ে জ্ঞানসম্পন্ন: He certainly was privy to the details of the plot; সহবেদিতার অভিযোগে অভিযুক্ত করা। (২) the Privy Council কোনো কোনো রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শদানের জন্য রাজা বা রানি কর্তৃক নিয়োজিত পরিষদবিশেষ; তবে এখন এর সদস্যপদ মুখ্যত ব্যক্তিগত সম্মানের বিষয়মাত্র; গূঢ়সভা; মন্ত্রণাপরিষদ। Privy Councillor/Counsellor মন্ত্রণাপরিষদ-সদস্য; গূঢ় সভাসদ। Privy Purse রাজা বা রানির ব্যক্তিগত ব্যয়নির্বাহের জন্য রাষ্ট্রীয় আর থেকে বরাদ্দকৃত ভাতা; একান্ত ভাতা। Privy Seal অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দলিলপত্রে আযুক্ত করার জন্য রাষ্ট্রীয় সিলমোহর; গূঢ়মুদ্রা। □ (noun) (plural privies) (প্রাচীন প্রয়োগ) শৌচালয়। privily [প্রিভিলি] (adverb) গোপনে; একান্তে।