• Bengali Word place 1 English definition [প্লেইস্] (noun) ১ স্থান; জায়গা: How can you be in two places at the same time?
      go places (কথ্য) উত্তরোত্তর সাফল্য পাওয়া। place-name (noun) শহর, গ্রাম, পাহাড়, হ্রদ ইত্যাদির নাম; স্থানিক নাম: an expert on the origin of place names. (৩) কোনো নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত জমি বা ভবন; স্থান; আলয়; স্থল: a place of worship, উপাসনালয়; a place of amusement, বিনোদনশালা (রঙ্গালয়, সিনেমা, নৃত্যশালা ইত্যাদি); a market-place, বাজার; a place of business, ব্যবসাস্থল। (৪) কোনো কিছুর পৃষ্ঠদেশে বিশেষ স্থান: a sore place on my left arm. (৫) বই ইত্যাদির অংশ/অনুচ্ছেদ; জায়গা; স্থল: to use book-mark to keep one’s place. ৬ (সমাজ, সংগঠন ইত্যাদিতে) স্থান; অবস্থান: keep/know one’s place. (৭) (দৌড় প্রতিযোগীদের মধ্যে) স্থান: first/second place; to back the favourite for a place, সম্ভাব্য প্রথম তিনটির মধ্যে একটির উপর বাজি ধরা। place-bet (noun) স্থানভিত্তিক বাজি। (৮) (গণিত) দশমিক বা অন্য অঙ্কপাতনে একটি শ্রেণির অন্তর্গত কোনো সংখ্যার মূল্যনির্দেশক অবস্থান; ঘর: calculated to five place of decimals/to five decimal places. যেমন ৬. (৫৭১৩২)। (৯) যুক্তিতর্কের একটি মাত্র পর্যায় বা ক্রম। in the first/second, etc place প্রথমত, দ্বিতীয়ত ইত্যাদি। (১০) যথাস্থান; স্বস্থান; নির্দিষ্ট/নির্ধারিত স্থান/আসন: I’ll go back to my place. Let us have a place for everything and everything in its place. You’ll always have a place around our table, আপনি সব সময়েই স্বাগতম। in place (ক) যথাস্থানে: Is everything in place? (খ) (লাক্ষণিক) যথোচিত; উপযুক্ত: The comment is not quite in place. out of place (ক) অস্থানে। (খ) অনুচিত; অনুপযুক্ত: His suggestion was rather out of place. in place of স্থলে: in place of a parent, পিতৃস্থানে। give place মেনে নেওয়া; নতি স্বীকার করা। give place to স্থান ছেড়ে দেওয়া। make place for (ক) জায়গা করে দেওয়া (এ অর্থে make room- ই অধিক প্রচলিত) (খ) অগ্রাধিকারের দাবি (কাউকে) ছেড়ে দেওয়া। (গ) নিরাকৃত/অপসারিত হওয়া। put somebody in his (proper) place; put oneself in somebody’s/somebody else’s place, দ্রষ্টব্য put 1 (২)। take the place of স্থান দখল করা; প্রতিকল্প হওয়া; Can he take your place? take place ঘটা; অনুষ্ঠিত হওয়া: The demonstration will take place tomorrow. pride of place গৌরবের স্থান। ১১ পদ; নিয়োগ; পদবি; পদাধিকারীর দায়িত্ব বা কর্তব্য: It’s his place to see that the projects are completed in time. placeman, place-seeker (noun(s)) যে ব্যক্তি লোভনীয় পদ (যেমন সরকারি) অন্বেষণ করে; পদবিশিকারি। (১২) বাড়ি; বাসভবন; বাসস্থান; নিলয়; গৃহ: He’s a nice little place in the suburbs. (১৩) (সংজ্ঞাবাচক নামের অংশরূপে) street, square ইত্যাদির বিকল্প; বীথিকা: Governor place. (১৪) place-kick (noun) (রাগবিতে) পদাঘাত করার উদ্দেশ্যেই বল আগে মাটিতে বসিয়ে মারা লাথি; বসা লাথি।
    • Bengali Word place 2 English definition [প্লেইস্‌] (verb transitive) ১ (কোনো স্থানে) রাখা; ন্যস্ত/বিন্যস্ত করা; সাজিয়ে রাখা; স্থাপিত/স্থাপন/নিবেশিত করা: Can you place the figures in the right order?
      (৩) (অর্থ) বিনিয়োগ করা; ন্যস্ত করা: place Ɛ 500 to somebody’s credit in a bank. (৪) (সরবরাহের ফরমাশ) পেশ করা: place an order for stationery. (৫) (পণ্য ইত্যাদি) বিক্রি করা: It is difficult to place such a big stock overnight. (৬) থাকা; রাখা; স্থাপন করা: place confidence in somebody. (৭) অতীত অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে (কাউকে) শনাক্ত বা পরিমাপ করা; পুরাপুরি চেনা: He’s not an easy man to place. I can’t place her, though her face is not quite unknown to me. (৮) (ক্রীড়া প্রতিযোগিতায়) প্রতিযোগীদের অবস্থান নির্ণয় করা। be placed প্রথম তিনটির মধ্যে স্থান পাওয়া।
    • Bengali Word placebo English definition [প্লাসীবোউ] (noun) (plural placebos) ১ রোগনিরাময়ের জন্য নয়, শুধু রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওষুধের নামে প্রদত্ত অন্য কিছু।
      (২) কাউকে শান্ত বা প্রশমিত করার জন্য যে আয়োজন বা প্রয়াস: These measures are simply a placebo and do not deal with the real causes of dissent.
    • Bengali Word placenta English definition [প্লাসেন্‌টা] (noun) (প্রাণীবিদ্যা) অন্তঃসত্ত্বাবস্থায় ভ্রূণের পুষ্টি জোগাতে জরায়ুর অন্তরাচ্ছদক অঙ্গবিশেষ; গর্ভপত্র।
      placental (adjective) ডিম্বকবাহী গর্ভপত্রসংক্রান্ত। placentation (noun) গর্ভপত্রবিন্যাস বা অমরাবিন্যাস।
    • Bengali Word emplacement English definition [ইমপ্লেইসমান্ট্‌] (noun) কামান স্থাপনের মঞ্চ।