• Bengali Word pace English definition [পেইস্‌] (noun) [Countable noun] ১ পদক্ষেপ।
    (২) হাঁটা বা দৌড়ানোর বেগ; (লাক্ষণিক) অগ্রগতির হার। go at a good pace দ্রুতবেগে যাওয়া। go the pace (ক) প্রচণ্ড বেগে যাওয়া। (খ) (লাক্ষণিক) (বিশেষত আমোদফুর্তিতে) টাকা উড়ানো। keep pace with (somebody/something) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) (কারো বা কোনোকিছুর সঙ্গে) পাল্লা দিয়ে চলা: It’s becoming increasingly difficult for a layman to keep pace with the developments in modern science. set the pace (for somebody) (কারো জন্য) গতিবেগ নির্ধারণ করে দেওয়া। pace-maker (noun) (ক) (অপিচ pace-setter) যে চালক বা দৌড়বিদ প্রতিযোগিতায় অন্যদের জন্য গতিবেগের দৃষ্টান্ত স্থাপন করে। (খ) দুর্বল বা অনিয়মিত হৃদস্পন্দন কাটিয়ে ওঠার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক বা বৈদ্যুতিক যন্ত্রবিশেষ। (৩) (বিশেষত ঘোড়া) চলনের বা দৌড়ের ধরন। put a person through his paces কারো ক্ষমতা ইত্যাদি যাচাই করে দেখা। □(verb intransitive), (verb transitive) (১) ধীর বা নিয়মিত পদক্ষেপে হাঁটা: pace up and down; (ঘোড়া) স্বচ্ছন্দগতিতে চলা। (২) এরূপ স্বচ্ছন্দগতিতে এপাশ থেকে ওপাশ যাওয়া; পায়চারি করা: pace a room. (৩) pace something off/out কয়বার পা ফেলা হচ্ছে তা গুনে; মাপা: pace out a room. (৪) (প্রতিযোগিতায়) গতিবেগের দৃষ্টান্ত স্থাপন করা।