• Bengali Word on 1 English definition [অন্] (adverbial particle) ১ (চলমানতা, অগ্রসরমাণতার ভাব প্রকাশক): Come on! এসো এগিয়ে এসো; The fighting is still going on, এখনো চলেছে; শেষ হয়নি; On with the show, ছবি/প্রদর্শনী চলুক; শুরু হোক; She’s getting on in years, বয়স বাড়ছে; বুড়িয়ে যাচ্ছে।
    and so on ইত্যাদি। later on পরে; পরবর্তী সময়ে। on and on না থেমে; ক্রমাগত: They walked on and on. (২) [on 2 (১)- এর অর্থের অনুরূপ] On with your shirt, শার্ট পরো: The boy had nothing on, ছেলেটির পরনে কিছুই ছিল না। on to, onto (preposition(al)) উপরিস্থত কোনোখানে: The book fell on to the floor. He stepped onto the landing. (৩) (off 3(৩)- এর বিপরীতে) (ক) ক্রিয়াশীল, চলতি, বহমান, চলমান ইত্যাদি অবস্থা নির্দেশক: The lights are still on, আলো এখনো জ্বলছে: He has left the bathroom tap on, সে বাথরুমের ট্যাপ খুলে রেখেছে: The show is on, শো শুরু হয়েছে। (খ) প্রয়োজনে মিলবে এমন বোঝাতে: Is the water on yet? প্রধান পাইপলাইন থেকে সরবরাহ দেওয়া হয়েছে কি, পানি আসছে কি? (৪) (be ও have সংযোগে বিভিন্ন অর্থে) What’s on? কী হচ্ছে? What’s on at the cinema hall this week? এ সপ্তাহে সিনেমা হলটিতে কী ছবি দেখানো হচ্ছে? Is there anything on to-morrow? আগামীকাল কি কিছু করার আছে? be on about something (কথ্য) কোনোকিছু নিয়ে রাগে গজগজ করা। be on at somebody (কথ্য) (কোনোকিছু নিয়ে) কাউকে ক্রমাগত জ্বালাতন করা। be on to somebody/something (ক) কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করা: I was on to our new DG and he told me that.…(খ) (কোনোকিছুর) পরিকল্পনা; পদক্ষেপ, গুরুত্ব ইত্যাদি সম্বন্ধে সজাগ হওয়া বা জানতে পারা; অনুসরণ করা, (কারো/কোনোকিছুর) পিছু নেওয়া: be on to a scandal. be on to a good thing ভাগ্যবান বা সফল হওয়া। (৫) দিকে; অভিমুখে: end on, পশ্চাদ্ভাগ সামনের দিকে (দিয়ে, এগিয়ে, রেখে ইত্যাদি)।