• Bengali Word oath English definition [ওউথ্‌] (noun) ১ ঈশ্বরের নামে উচ্চারিত শপথ; কোনোকিছু সত্য বলে শপথ; শপথবাক্য; হলফনামা।
    be on/under oath (আইন সম্বন্ধীয়) সত্যকথনের শপথবদ্ধ থাকা: The witness was reminded that he was under oath. put somebody under oath (আইন সম্বন্ধীয়) কাউকে শপথবাক্য পাঠ করতে বলা বা পাঠ করানো। swear/take an oath শপথগ্রহণ করা। on ones oath ঈশ্বরের দিব্যি কেটে বলা: I never told him anything about it, on my oath, খোদার কসম, আমি তাকে এ ব্যাপারে কিছুই বলিনি। (২) অভিশাপ; নোংরা কথা; গালমন্দ।