• Bengali Word notice English definition [নোটিস্‌] (noun) ১ [countable noun] (লিখিত বা মুদ্রিত) বিজ্ঞপ্তি; প্রজ্ঞপ্তি: put up a notice.
    notice-board (noun) বিজ্ঞপ্তিফলক। (২) [uncountable noun] সতর্কীকরণ; বিজ্ঞপ্তি: give an employee a month’s notice, এক মাসের বিজ্ঞপ্তি দেওয়া; leave without notice. (do something) at short notice অল্প সময়ের প্রস্তুতিতে কিছু করা। (৩) [uncountable noun] মনোযোগ; দৃষ্টি। be beneath one’s notice মনোযোগ লাভের অযোগ্য: The political gimmicks are beneath our notice. bring something to somebody’s notice কারো গোচরে আনা; কোনো কিছুর প্রতি কারো দৃষ্টি আকর্ষণ করা। come to somebody’s notice গোচরে আসা; কারো দৃষ্টিআকর্ষণ করা: It has come to my notice that..., আমি জানতে পেরেছি যে, ..…। sit up and take notice (রোগী প্রভৃতি) সেরে ওঠার লক্ষণ প্রকাশ করা; নড়েচড়ে ওঠা। make somebody sit up and take notice তীক্ষ্ণভাবে সচেতন করে তোলা: The innovation should make our rivals sit up and take notice, আমাদের প্রতিদ্বন্দ্বীরা. চঞ্চল হয়ে উঠবেন। take no notice (of something) (কোনো কিছুর প্রতি) ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা; ধর্তব্যের মধ্যে না-আনা। (৪) [countable noun] (সাময়িকীতে নতুন বই, নাটক ইত্যাদির) সংক্ষিপ্ত আলোচনা। □ (verb transitive), (verb intransitive) (১) লক্ষ/খেয়াল/পর্যবেক্ষণ করা: Did you notice him? He didn’t notice me. (২) সংক্ষিপ্ত আলোচনা করা। noticeable [নোটিসাব্‌ল্] (adjective) লক্ষণীয়। noticeably [নোটিসাব্‌লি] (adverb) লক্ষণীয়ভাবে।