• Bengali Word measure 1 English definition [মেজা্‌(র্‌)] (noun) ১ [uncountable noun] মাপ; পরিমাপ; (যথাযথ) পরিমাণ।
    give full & short measure পূর্ণ/অল্প পরিমাণে দেওয়া। made to measure (পোশাকাদি) মাপমতো তৈরি। get/take the measure of (somebody) (লাক্ষণিক) (কারো) চরিত্র, কার্যক্ষমতা ইত্যাদি পরিমাপ বা মূল্যায়ন করা। (২) [countable noun] আকার, পরিমাণ, মাত্রা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত একক বা আদর্শ পরিমাপ: Centimetre is a measure of length. (৩) মাপকাঠি; মানদণ্ড; পরিমাপের মাত্রা: a yardstick as a measure, the measure of one’s feelings. greatest common measure (সংক্ষেপ GCM) (গণিত) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক; গ.সা.গু। (৪) পরিমাণ বা মাত্রা। beyond measure অপরিসীম। in a/in some measure কিছু পরিমাণে বা মাত্রায়; কিছুটা। in great/large measure প্রচুর পরিমাণে; বহুল পরিমাণে; অতি মাত্রায়। (৫) (প্রস্তাবিত) আইন বা বিধান। (৬) [countable noun] পদক্ষেপ; ব্যবস্থা: No measures were taken against him. measure for measure সমুচিত ব্যবস্থা; যেমন কুকুর তেমন মুগুর। (৭) কবিতার ছন্দ; সংগীতের তাল।