• Bengali Word liberty English definition [লিবার্টি] (noun) (plural liberties) ১ [uncountable noun] স্বাধীনতা; বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; স্ব-ইচ্ছায় কাজকর্ম বা চলাফেরা করার অধিকার।
    at liberty (ব্যক্তি) মুক্ত; স্বাধীন; অবকাশযুক্ত: You are at liberty to go. set somebody at liberty মুক্ত করা; মুক্ত করে দেওয়া। liberty of conscience (বিশেষত ধর্ম) স্বীয় মত অনুসারে চলার অধিকার। liberty of speech বাকস্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার (রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো বিষয়ে)। liberty of press সংবাদপত্রের স্বাধীনতা; সরকার বা কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়া খোলাখুলিভাবে মত প্রকাশের অধিকার। (২) [uncountable noun] ভদ্রতার সীমা ছাড়িয়ে কথাবার্তা বা কাজ; অপরিমিত বা অত্যধিক স্বাধীনতা। take the liberty of doing something/to do something ঝুঁকি নেওয়া। take liberties with ভদ্রতার সীমা ছাড়িয়ে যাওয়া; রূঢ় ব্যবহার করা; ইতিহাস বা কোনো রচনায় নিজের ইচ্ছামতো পরিবর্তন ঘটানো। (৩) (plural) বিশেষ অধিকার বা সুবিধা।