• Bengali Word lead 1 English definition [লেড্] (noun) ১ [uncountable noun] সিসা।
    lead-ore (noun) [uncountable noun] সিসা আছে এমন খনিজদ্রব্য; আকরিক সিসা। lead poisoning শরীরের মধ্যে সিসা প্রবেশ করলে যে বিষক্রিয়া হয়; (কথ্য) গুলির আঘাতে মৃত্যু। leadshot, দ্রষ্টব্য shot 1 (৪). leadworks (noun) যেখানে আকরিক সিসা গালানো হয়। (২) [uncountable noun] (অপিচ) (black lead) গ্র্যাফাইট; কৃষ্ণসিসা; যে গ্র্যাফাইট দণ্ড বা কৃষ্ণসিসা দ্বারা পেনসিলের সিস তৈরি হয়। (৩) [uncountable noun] প্রান্তভাগে সিসার পিণ্ড; লাগানো দড়ি, যা সমুদ্রতলদেশের গভীরতা মাপার জন্য জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। swing the lead (অপশব্দ) অসুখের ভান করে বা অন্য কোনো ফন্দিতে কোনো কর্তব্য বা কাজের নিজের করণীয় অংশ এড়ানো। (৪) (plural) সিসার যে পাত দিয়ে ঘরের ছাদ ঢাকা হয়; যে সিসার কাঠামোর মধ্যে জাফরিকাটা কাচের জানালা বসানো হয়। (৫) (মুদ্রণ) দুই লাইনের মধ্যে ফাঁক রাখার জন্য সিসার যে পাতলা পাত ব্যবহার করা হয়; লেড। □ (verb transitive) সিসা দিয়ে ঢাকা; ছাপার কাজে লেড বসিয়ে লাইন পৃথক করা। leaded [লেডিড্] (adjective) সিসার পাত দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ: leaded windows. leaded light, দ্রষ্টব্য light 3 (৯). leaden [লেড্‌ন্‌] (adjective) (১) সিসানির্মিত। (২) সিসার ন্যায় (চেহারা ও বর্ণে): leaden clouds. (৩) ভারী; বিষণ্ণ; বিষাদপূর্ণ: a leaden heart. leading (noun) [uncountable noun] ছাপার কাজে লোড বসিয়ে লাইন পৃথককরণ।