• Bengali Word hot English definition [হট্] (adjective) (hotier, hottest) ১ গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
    be in/get into hot water (বোকামির দরুন) মুশকিলে পড়া; হতশ্রদ্ধ/অশ্রদ্ধেয় হওয়া। be/get hot under the collar ক্ষুব্ধ/রুষ্ট/উত্তেজিত হওয়া; মেজাজ খারাপ হওয়া। make a place/make it too hot for somebody (লাক্ষণিক) কারো বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তুলে তাকে স্থানত্যাগে বাধ্য করা। (২) ঝাল; ঝাঁজালো: Do you like hot dish? (৩) উগ্র; উত্তেজিত; তীব্র; চণ্ড; প্রচণ্ড; প্রবল: get hot over an argument; a man with a hot temper. be hot on the trail of somebody/on somebody’s tracks পায়ে পায়ে পশ্চাদনুসরণ/পশ্চাদ্ধাবন করা। (৪) (শিকারে পশুর গন্ধ) তীব্র ও টাটকা। (৫) (সংগীত, বিশেষত জাজ) আবেগোদ্দীপ্ত এবং দ্রুততালের; উচ্চণ্ড। (৬) (কথ্য, চোরাই মাল) (হদিস করার জন্য পুলিশের দৃঢ়সংকল্প তৎপরতার মুখে) বিলিব্যবস্থা/হজম করা কঠিন; গরম। (৭) (adverb হিসেবে) (ক) সম্প্রতি; টাটকা: hot off the press, নিচে hot news দ্রষ্টব্য। (খ) blow hot and cold (লাক্ষণিক) একবার গরম একবার নরম হওয়া। (গ) give it somebody hot উত্তম শিক্ষা/উত্তমমধ্যম দেওয়া। (৮) (noun(s) ও participle- সহ বিশিষ্ট প্রয়োগ) hot-air balloon (noun) দ্রষ্টব্য balloon. hotbed (noun) উদ্ভিদের দ্রুত প্রবৃদ্ধির জন্য পচা সার প্রয়োগে উত্তপ্ত কেয়ারি বা বীজতলা; সারালো জমি; (লাক্ষণিক) উর্বর ক্ষেত্র/লালনভূমি: a hotbed of vice/crime. hot-blooded (adjective) সহজে আবেগোদ্দীপ্ত হয় এমন; উদ্দামপ্রকৃতি। hotcross bun (noun) গুড ফ্রাইডে-পর্বে ভক্ষণকৃত ক্রুশচিহ্নিত পিঠাবিশেষ। hotdog (noun) স্যান্ডউইচের মধ্যে পিঁয়াজ ও সরিষাসহযোগে খাওয়ার জন্য সসেজবিশেষ। hotfoot (adverb) ব্যগ্রপদে; ক্ষিপ্তগতিতে: run hot after the pickpocket. □ (verb intransitive) তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া: hot it down to the station. hotgospeller (noun) (কথ্য) অত্যুগ্র খ্রিস্টীয় ধর্মপ্রচারক। hothead (noun) মাথাগরম লোক; খ্যাপা। hot-headed (adjective) মাথাগরম; খ্যাপা। hot-house (noun) কোমল প্রকৃতির উদ্ভিদের চাষের জন্য সাধারণত কাচনির্মিত; উত্তাপিত ঘর; উষ্ণোদ্যান। hot line (noun) রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেমন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা (টেলিফোন বা টেলিপ্রিন্টার); প্রত্যক্ষ যোগাযোগসূত্র; সরাসরি সংযোগ। hot money (noun) [uncountable noun] সুদের উচ্চহার এবং নিরাপত্তার লোভে এক অর্থব্যবস্থাপনা কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ফটকাবাজারিদের দ্বারা স্থানান্তরিত স্বল্পমেয়াদি তহবিল; গরম টাকা। অপিচ উপরে ৬ দ্রষ্টব্য hot news (noun) [uncountable noun] সাম্প্রতিক (বিশেষত চাঞ্চল্যকর) সংবাদ, গরম/টাটকা খবর। hotplate (noun) রান্নার চুল্লির সমতল উপরিভাগ; রান্না করা, জল ফোটানো ইত্যাদি উদ্দেশ্যে গরম করা যায় (যেমন বৈদ্যুতিকভাবে) এমন অনুরূপ কোনো তল (যা চুল্লির অংশ নয়); তাপফলক। hotpotato (noun) (লাক্ষণিক কথ্য) এমন কোনো বিষয় যার বিহিত করা দুরূহ বা অপ্রীতিকর: a political hot. hotrod (noun) (America(n) অপশব্দ) সুপারচার্জারযুক্ত গাড়ি; অত্যাহিত গাড়ি। the hot seat (noun) (১) (খুনিদের বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করতে) বৈদ্যুতিক চেয়ার। (২) (লাক্ষণিক) যেসব পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অনেক সময় দুরূহ যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে হয়, যেমন রাষ্ট্রপ্রধানদের। hot stuff (noun) [uncountable noun] (অপশব্দ) (ব্যক্তি বা বস্তু) খাসা মাল। hot-tempered (adjective) বদমেজাজ; রগচটা; খিটখিটে; উগ্রস্বভাব। hot-water-bottle (noun) উষ্ণতার জন্য গরম পানি ভরে শয্যার নিচে রাখার (সচরাচর রাবারের) আধারবিশেষ; গরম জলের বোতল। □ (verb transitive), (verb intransitive) (hotted, hotting, hots) hot (something) up (কথ্য) তাতা; তেতো/গরম হয়ে ওঠা; (লাক্ষণিক) অধিকতর উত্তেজনাপূর্ণ হওয়া: The situation is hotting up. hotly (adverb) সরোষে; উত্তেজিতভাবে; উগ্রভাবে; তীব্রভাবে: He replied hot..., a hot debated question.