• Bengali Word heel 1 English definition [হীল্] (noun) ১ মানুষের পা, মোজা, জুতার পশ্চাদ্ভাগ; গোড়ালি।
    at/on the heels of something; at/on somebody’s heels পায়ে পায়ে; পিছু পিছু: A severe epidemic followed on the heels of the floods. bring/come to heel (কুকুর সম্বন্ধে) (নিয়ন্ত্রণের অধীনে) পিছে পিছে আনা/আসা; (লাক্ষণিক) বশীভূত হওয়া বা করা। down at heel (জুতা) গোড়ালি-ছেঁড়া; (ব্যক্তি) উক্তরূপ জুতা-পরা; হতচ্ছাড়া; অপরিচ্ছন্ন। head over heels চিতপাত; (লাক্ষণিক) সম্পূর্ণভাবে। kick/cool one’s heels প্রতীক্ষা করতে বাধ্য হওয়া। kick up one’s heels (বিশেষত মুক্তির আনন্দে) ধেই ধেই করে নাচা; লম্ফঝম্প করা। show a clean pair of heels ত্বরায় পৃষ্ঠপ্রদর্শন করা; নিমেষে চম্পট দেওয়া। take to one’s heels পালানো; দৌড়ে পালানো। turn on one’s heels সা করে ঘুরে যাওয়া। under the heel of (লাক্ষণিক) কর্তৃত্বাধীন। (২) (America(n)) অপশব্দ) ইতর; পামর। □ (verb transitive) গোড়ালি লাগানো: sole and heel a pair of shoes. well-heeled (adjective) (অপশব্দ) অত্যন্ত ধনী; শাঁসালো।