• Bengali Word gallery English definition [গ্যালারি] (noun) (plural galleries) ১ শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ।
    (২) রঙ্গালয়ে সবচেয়ে উঁচু ও সস্তা আসনসমূহ; দর্শকমঞ্চ; গ্যালারি। play to the gallery লোকসাধারণের রুচিকে তুষ্ট করে অনুমোদন বা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা। (৩) হলঘর, গির্জা প্রভৃতির আভ্যন্তর দেওয়ালের সঙ্গে যুক্ত উঁচু তল বা মঞ্চ, প্রেক্ষণিকা: the press gallery of the Parliament. (৪) একদিকে আংশিক খোলা; আচ্ছাদিত বারান্দা বা অলিন্দ, সমান ব্যবধানে স্থাপিত স্তম্ভশ্রেণি; বহির্দ্বার প্রকোষ্ঠ। (৫) দীর্ঘ সংকীর্ণ কক্ষ: a shooting- gallery, গুলিচালনা অনুশীলনের জন্য লম্বা সরু প্রকোষ্ঠ। (৬) খনিতে ভূগর্ভস্থ অনুভূমিক পথ; সুড়ঙ্গপথ। দ্রষ্টব্য shaft.