• Bengali Word for 1 English definition [ফা(র্); জোরালো রূপ: ফো(র্)] (preposition(al)) ১ (কোনো কিছুর দিকে আভিমুখ্য, অগ্রগতি বা প্রচেষ্টাসূচক) (ক) (verb(s)-এর পরে) উদ্দেশে; অভিমুখে; লক্ষ্যে; দিকে: set out for home.
      (খ) (past participle-এর পরে) অভিমুখী; -গামী: the plane for Paris; passengers for New York. (২) (for-এর পরবর্তী noun-এর দ্বারা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নির্দেশ করে) জন্য: He was destined for the army. (৩) (প্রাপ্তির সম্ভাবনাসূচক) জন্য: We’ve something for you. be for it (কথ্য) বিপদে পড়া; শাস্তি পাওয়ার আশঙ্কা থাকা। (৪) (পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতিসূচক) জন্য: get ready for work; prepare for a long journey. (৫) (উদ্দেশ্যসূচক) (ক) (infinitive -এর স্থলে বসে) জন্য; উদ্দেশ্যে: go for a walk/stroll; dance for pleasure. What...for কী জন্য; কিসের জন্য; কেন; কী উদ্দেশ্যে: What’s that box for? দ্রষ্টব্য নিচের ২৪ (ছ)। (খ) (gerund-এর পূর্বে) জন্য: a tool for making holes. (৬) (complement- এর পূর্বে) হিসেবে; বলে: I mistook him for the headmaster. He was chosen for theircaptain. take somebody/something for somebody/something কাউকে/কোনোকিছুকে অন্য কেউ/কিছু বলে ভুল করা; ঠাওরানো: I took you for your sister. for certain নিশ্চয় করে; নিশ্চিতভাবে। (৭) (আশা, কামনা, অনুসন্ধান ইত্যাদির উদ্দিষ্টসূচক শব্দের পূর্বে) জন্য: hope for one’s recovery; ask for the Principal অধ্যক্ষকে চাওয়া। (৮) (পছন্দ, অনুরাগ ইত্যাদি নির্দেশক) প্রতি; জন্য: have a liking for somebody or something, কাউকে বা কিছু ভালো লাগা: sympathy for the poor. (৯) (স্বাভাবিক ক্ষমতা বা ঝোঁক নির্দেশক): a good ear for music, সংগীতের কান; an aptitude for foreign languages, বিদেশি ভাষা শেখার, ঝোঁক বা সহজ দক্ষতা। (১০) (উপযোগিতা নির্দেশ) জন্য: Fit/ unfit for food, খাওয়ার যোগ্য/অযোগ্য; a suitable man for the job. (১১) (too + adjective + for বা adjective + enough + for প্যাটার্নে): It’s too good for words. (১২) (পরিস্থিতি ইত্যাদি) বিবেচনা করলে; হিসেবে; তুলনায়: It’s fairly cold for October. The child is tall for his age. for all that এত সমস্ত/সবকিছু সত্ত্বেও। (১৩) স্থলে; প্রতিনিধিত্বকারী; বদলে: D for David; the member for Conventry; act for somebody. stand for প্রতিনিধিত্ব করা; বোঝানো: What do these letters stand for? (১৪) পক্ষে; সপক্ষে; অনুকূলে: He is for the proposal. (১৫) বিষয়ে; সম্বন্ধে; নিয়ে: for my part, আমার কথা/বিষয়ে বলতে পারি; আমার দিক থেকে; hard up for money, অর্থসংকটগ্রস্ত। (১৬) কারণে; হেতু; জন্য; দরুন: for the sake of; খাতিরে; for fear of, ভয়ে; dance/cry for joy, আনন্দে নাচা/কাঁদা। (১৭) (তুলনাবাচক বিশেষণের পরে) দরুন: My shoes are the worse for wear. (১৮) সত্ত্বেও: For all you say, I shall not give up hope, আপনারা যা-ই বলুন। (১৯) উল্লেখিত পরিমাণে: I’ve put your name for £ 20, আপনার নামে ২০ পাউন্ড লিখেছি; (ক্রিকেট)। all out for 120, সব উইকেট হারিয়ে ১২০ রান। (২০) বদলে: How much did you pay for the tie? কত দিয়ে কিনেছেন? For nothing, বিনা পারিশ্রমিকে। translate word for word, আক্ষরিক অনুবাদ করা। (২১) বৈপরীত্যক্রমে: For one man lost on our side, the enemy lost ten, আমাদের পক্ষে একজন মরলে শত্রুপক্ষে দশজন মরেছে। (২২) (সময়ের ব্যাপ্তিনির্দেশক) জন্য: He’s on vacation for a week. for good দ্রষ্টব্য good 2 (২)। (২৩) (স্থানের ব্যাপ্তিনির্দেশক; verb- এর অব্যবহিত পরে for উহ্য থাকতে পারে) ধরে: The solders marched (for) five miles; for miles and miles মাইলের পর মাইল। (২৪) (for + noun/pronoun + to-infinitive) (ক) বাক্যের কর্তা রূপে, সাধারণত অনুক্রমণিকাসূচক it-সহ পক্ষে; জন্য: For a single man to resist these formidable enemies is impossible. It’s impossible for them to continue. (খ) (complement-রূপে): Our only way out is for Billy to arrive on time. (গ) (adjective- এর পরে, বিশেষত too ও enough-সহ): We are eager for you and Meena to get married, তোমার ও মিনার বিয়ের জন্য আমরা উদগ্রীব। (ঘ) (noun(s)-এর পরে) : It’s time for young people to work hard. তরুণদের এখন কঠিন পরিশ্রম করার সময়; There is no need for anybody to come alone, কারো আসার দরকার নেই। (ঙ) (verb(s)-এর পরে; এমন verb(s)-এর কোনোটির পরে স্বাভাবিকভাবে for ব্যবহৃত হয়, কোনোটির পরে হয় না): Would you wait for others to turn up? অন্যদের আসা পর্যন্ত অপেক্ষা করবেন কি? (চ) (then ও as (if)-এর পরে): There’s nothing more painful than for an ambitious young man to drudge at an office desk. He opened the doors as if for the birds to fly into the cage. (ছ) (উদ্দেশ্য, অভিপ্রায়, সংকল্প ইত্যাদিসূচক) জন্য; বলে: It’s not for me to judge. I took the account for him to check.
    • Bengali Word for 2 English definition [ফা(র্), জোরালো রূপ: ফো(র্)] (conjunction) (কথ্য ইংরেজিতে বিরল, বাক্যের শুরুতে ব্যবহৃত হয় না) কেননা; যেহেতু; কারণ; বলে: He couldn’t buy the house, for he had no money
    • Bengali Word forage English definition [ফরিজ America(n) ফোরিজ] [noun] [uncountable noun] অশ্ব ও গবাদি পশুর খাদ্য; জাবনা; বিচালি।
      □ (verb transitive) forage (for) (খাদ্য) অন্বেষণ করা।
    • Bengali Word forasmuch as English definition [ফোরাজ্‌মাচআজ্‌] (conjunction) (আইন) যেহেতু।
    • Bengali Word foray English definition [ফরেই America(n) ফোরেই] [noun] [countable noun] আকস্মিক হানা বা আক্রমণ; হামলা: go on/make a foray.
      □ (verb intransitive) হানা দেওয়া।