• Bengali Word foot 1 English definition [ফুট্] (noun) (plural) feet [ফীট্] ১ পা, পদ, পাদ, চরণ; (মোজা ইত্যাদির) পা: rise to one’s feet, দাঁড়ানো।
      on foot (ক) (পায়ে) হেঁটে; পদব্রজে। তুলনীয় by bus/car/train etc. (খ) (লাক্ষণিক) আরব্ধ: A scheme is on foot to protect the town. be on one’ s feet (ক) (কথা বলার জন্য) উঠে দাঁড়ানো: The advocate was at once on his feet to argue the case. (খ) দাঁড়িয়ে থাকা: How long have you been on your feet? (গ) (লাক্ষণিক) অসুখের পরে আবার সুস্থ হয়ে ওঠা; সুস্থ সবল হয়ে ওঠা: Soon you will be on your foot again. fall on one’s feet (কথ্য) ভাগ্যবান হওয়া। find one’s feet দ্রষ্টব্য find 2 (২). have feet of clay দুর্বল বা কাপুরুষ হওয়া। have one foot in the grave এক পা কবরে ঠেকা। keep one’s feet না পড়া (যেমন বরফের উপর ইাঁটতে গিয়ে); পা না-ফসকানো। put one’s foot down (কথ্য) আপত্তি/প্রতিবাদ করা; দৃঢ় হওয়া। put one’s foot in it (কথ্য) বোকার মতো বা অন্যায় কিছু বলা বা করা; মারাত্মক ভুল করা। put one’s feet up (কথ্য) পা সামনে ছড়িয়ে বিশ্রাম করা। put one’s best foot forward যথাসাধ্য দ্রুত চলা (লাক্ষণিক কাজ করা)। set something/somebody on its/his feet নিজের পায়ে দাঁড় করানো; আত্মনির্ভর করা। set something on foot শুরু করা; চালু করা। sweep somebody off his feet প্রবল উৎসাহে উদ্দীপ্ত করা; বেসামাল করা। under foot পায়ের তলে/নিচে। wait on/bind somebody hand and foot, দ্রষ্টব্য hand 1 (১)। (২) পদক্ষেপ; পা; পদ: light/swift/fleet of foot লঘুগতি/ক্ষিপ্রগতি। (৩) অধোভাগ; পাদদেশ; তলা: at the foot of, নিচে; নিম্নে; তলায়। (৪) শয্যা বা কবরের নিম্নভাগ; পায়ের দিক। দ্রষ্টব্য head 1 (১০)। (৫) দৈর্ঘ্যের মাপ; ফুট (plural অপরিবর্তিত): He is five foot eight. (৬) কবিতার চরণের ভাগ বা একক; পর্ব। (৭)। [uncountable noun] (সামরিক প্রাচীন প্রয়োগ) পদাতিক বাহিনী: foot and horse. (৮) (যৌগশব্দে)foot-and-mouth disease গবাদি পশুর রোগবিশেষ। foot-bath (noun) পা ধোয়া; পা ধোয়ার গামলা; পাদগাহ। footboard (noun) (ঘোড়ার গাড়ি ইত্যাদিতে) চালকের পা রাখার ঢালু ফলক; পা-দান। foot-bridge (noun) পথচারীদের জন্য সেতু (গাড়ির জন্য নয়)। footfall (noun) পদধ্বনি। footfault (noun) (টেনিস) পা রাখার ত্রুটির জন্য বাতিল বলে গণ্য সার্ভিস। foot-hills (noun) (plural) পর্বত বা পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত পাহাড়সমূহ। foothold (noun) পা রাখার জায়গা; পায়ের আলম্ব (যেমন পর্বতারোহণের সময়); (লাক্ষণিক) নিরাপদ অবস্থান। footlights (noun) (plural) (রঙ্গমঞ্চের) পাদপ্রদীপ। the foot lights (লাক্ষণিক) নটের পেশা। footloose (adjective) (অপিচ foot loose and fancy free) স্বচ্ছন্দানুবর্তী, হাত-পা ঝাড়া। footman [ফুটমান্] (noun) (plural footmen) অতিথি-অভ্যর্থনা এবং খাবার টেবিলে পরিবেশনের দায়িত্বে নিয়োজিত গৃহভৃত্য; খানসামা। footmark (noun) = footprint. Footnote (noun) পাদটীকা। footpath (noun) পথচারীদের চলার পথ, বিশেষত মেঠোপথ বা গ্রামের রাস্তার পাশের পথ; পায়ে চলা পথ। তুলনীয় America(n) trail. দ্রষ্টব্য side 1 (১৪) ভুক্তিতে pavement, sidewalk. footplate (noun) চালক ও কয়লা জোগানোর কাজে নিয়োজিত, কর্মচারীদের চলাচলের জন্য রেলইনজিনের পাশে মঞ্চবিশেষ; পার্শ্বমঞ্চ। footpound (noun) সম্পাদিত কাজের একক (এক পাউন্ড এক ফুট পর্যন্ত তুলতে যতটা কাজ হয়); ফুট-পাউন্ড। footprint (noun) পায়ের দাগ; পদাঙ্ক; পদচিহ্ন। footrace (noun) দৌড় প্রতিযোগিতা। footrule (noun) (১২ ইঞ্চি লম্বা) রুলার। foot-slog (verb intransitive) (কথ্য) কষ্টে পায়ে হেঁটে দীর্ঘপথ অতিক্রম করা। সুতরাং, foot-slogger (noun) (কথ্য) পদব্রাজক। footsore (adjective) (বিশেষত হাঁটার জন্য) আহত পা বিশিষ্ট। footstep (noun) পদশব্দ; পদপাত; পদচিহ্ন; পদক্ষেপ। follow in one’s father’s footsteps পিতার পদাঙ্ক অনুসরণ করা। footstool (noun) পা রাখার জন্য নিচু টুল। footsure (adjective) হোঁচট খায় না এমন; দৃঢ়চরণ; দৃঢ়পদ। footwear (ব্যবসায়ীদের ভাষায়) জুতা, বুট ইত্যাদি; পাদুকা। footwork [noun] [uncountable noun] (মুষ্টিযুদ্ধ, নাচ ইত্যাদিতে) পায়ের কাজ।
    • Bengali Word foot 2 English definition [ফুট] (verb transitive), (verb intransitive) ১ (মোজা ইত্যাদির) পা বোনা।
      (২) foot it (কথ্য) (পায়ে) হাঁটা; পা চালানো। foot the bill (কথ্য) বিল পরিশোধ করা; পাওনা মেটানো। footed (যৌগশব্দে) উল্লিখিত ধরনের পা বিশিষ্ট: flat footed/sure footed/ wet footed.
    • Bengali Word footage English definition [ফুটিজ্] [noun] [uncountable noun] ফুটের মাপে দৈর্ঘ্য (যেমন সিনেমা ফিল্মের)।
    • Bengali Word football English definition [ফুটবল্‌] (noun) ১ [countable noun] বায়ুভর্তি চামড়া বা প্লাস্টিকের তৈরি গোলাকার বা ডিম্বাকার বল।
      (২) [অপিচ America(n) = soccer] গোলকিপার ছাড়া অন্য সবাই একটি ফুটবল নিয়ে পা দিয়ে খেলতে পারে, এগারোজন করে দুই দলের এমন খেলাবিশেষ; ফুটবল খেলা।
    • Bengali Word footer English definition [ফুটা(র্‌)] (noun) ( যৌগশব্দে) a, six-footer, ছয় ফুট লম্বা লোক।