• Bengali Word flap 1 English definition [ফ্ল্যাপ্] [noun] [countable noun] ১ (লেজ ইত্যাদির) ঝাপটা বা ঝাপটার শব্দ।
    (২) পকেট, খাম ইত্যাদির ঢাকনা; আলগাভাবে ঝুলে থাকে এমন কিছু; লম্বিকা: the flap of a table, কবজা দ্বারা বিভিন্ন অংশ জোড়া দিয়ে তৈরি, খোলা ও বন্ধ করার উপযোগী টেবিলের যে অংশ গুটিয়ে রাখা অবস্থায় ঝুলে থাকে। দ্রষ্টব্য gate (২) ভুক্তিতে gate-legged. (৩) উড়োজাহাজের ডানার যে অংশ উড্ডয়নকালে ঊর্ধ্বগতি ও গতিবেগ পরিবর্তনের জন্য উত্তোলন করা যায়। (৪) be in/get into a flap (অপশব্দ) ঘাবড়ানো।