• Bengali Word eye 1 English definition [আই] (noun) ১ চোখ; চক্ষু; নেত্র; অক্ষি।
    an eye for an eye চোখের বদলে চোখ (সমুচিত প্রতিশোধ)। eyes right/left (ড্রিল) ডানে/বামে তাকাও। if you had half an eye তুমি যদি এত স্থূলবুদ্ধি/উদাসীন না-হতে। under/before one’s very eyes কারো চোখের সামনেই। with an eye to কোনো উদ্দেশ্যে; প্রত্যাশায়। be all eyes গভীর মনোযোগের সঙ্গে লক্ষ করা। be in the public eye সবার চোখে পড়া; সুপরিচিত হওয়া। close one’s eyes to লক্ষ করতে না-চাওয়া। get one’s eye in (ক্রিকেট বা অন্য বল খেলায়) বলের গতিবিধি লক্ষ রাখতে পারা। give somebody a black eye, black somebody’s eye ঘুসি মেরে চোখের চারপাশে কালশিটে ফেলে দেওয়া। have an eye for কোনো বিষয়ে ভালো বিচারক্ষমতা বা বোধশক্তিসম্পন্ন হওয়া। have an eye to চিন্তা করা; has an eye to business. keep an eye on (লাক্ষণিক) নজর রাখা। make eyes at প্রণয়পূর্ণ দৃষ্টিতে তাকানো। make somebody open his eyes লক্ষ করার ব্যাপারে কাউকে সহায়তা প্রদান। open somebody’s eyes to কাউকে উপলব্ধি করানো। see eye to eye (with) সম্পূর্ণরূপে একমত হওয়া। see something with half an eye এক নজর দেখা। never take one’s eyes off নজর রাখতে কখনো বিরত না-হওয়া। (২) চক্ষুর মতো কোনো বস্তু: the eye of a needle. eye-ball (noun) অক্ষিগোলক। eye ball to eye ball (কথ্য) মুখোমুখি। eyebath, eye-cup (noun(s)) চক্ষুপ্রক্ষালক ওষুধ রাখার গ্লাস। eyebrow (noun) ভ্রু। raise one’s eyebrows বিস্ময়, সংশয় প্রভৃতি প্রকাশ করা (তুলনীয় চোখ কপালে তোলা)। eyecatching (adjective) সহজে লক্ষণীয় এবং দেখতে সুন্দর এমন আকর্ষণীয়। eye-ful [ফুল] (noun) যতটা দেখতে পারা সম্ভব; এক নজরে যতটা দর্শন সম্ভব। have/get an eye-ful (of) নয়নভরে দেখা: eyeful of Tajmahal at a moonlit night. eye-glass (noun) এক চোখে ব্যবহার্য লেন্স। eye-glasses (noun) (plural) চশমা। eye-lash (noun) অক্ষিপক্ষ্ম ( চোখের পাতার লোম)। eye-less (adjective) চক্ষুহীন। eye-lid (noun) চোখের পাতা। hang on by the eye lids খুব দুর্বলভাবে লেগে থাকা। eye-opener (noun) যে-বিষয় বা পরিস্থিতি জ্ঞানচক্ষু খুলে দেয়। eye-shadow (noun) [uncountable noun] চোখের পাতায় ব্যবহার্য প্রসাধনী। eye-shot (noun) [uncountable noun] দৃষ্টির নাগাল। eye-sight (noun) [uncountable noun] দৃষ্টিশক্তি; দৃষ্টি। eye-sore (noun) চক্ষুশূল। eye-strain (noun) [uncountable noun] চোখের ক্লান্ত অবস্থা। eye-tooth (noun) আক্কেল দাঁত। eye-wash (noun) [uncountable noun] (ক) চক্ষুপ্রক্ষালক তরল ওষুধ। (খ) (কথ্য) প্রতারণা বা ছলনা; বাজে কথা। eye-witness (noun) প্রত্যক্ষদর্শী/সাক্ষী। eyed ( যৌগশব্দে) চক্ষুবিশিষ্ট এই অর্থে: a blue eyed girl.