• Bengali Word effect English definition [ইফেক্‌ট্‌](noun) [noun] ১ [Countable noun, Uncountable noun] ফলাফল; পরিণতি; প্রভাব: Our advice had no effect on him.
    the effects of medicine. of no effect, বৃথা; কাজে না-আসা। in effect. (ক) কার্যত; সত্যিকার অর্থে। (খ) (নিয়মকানুন) কার্যকর: The law is still in effect. bring/carry/put something into effect কার্যে পরিণত করা; কার্যকর করা। come into effect কার্যে পরিণত হওয়া: Your plan did not come into effect. give effect to সক্রিয় করা; পরিণতির দিকে এগিয়ে নেওয়া। take effect (ক) উদ্দিষ্ট ফলাফল পাওয়া। (খ) বলবৎ হওয়া; সক্রিয় হওয়া। (২) [Countable noun, Uncountable noun] দর্শক; শ্রোতা; পাঠকের মনে প্রতীতি জন্মানো। (৩) to this/that effect এই/সেই অর্থে। to the effect that বর্ণনাবহ: He has received a cable to the effect that….. to the same effect, একই মর্মে। (৪) (plural) দ্রব্য; সম্পদ: personal effects. no effects (সংক্ষেপে N/E) জমাকারীর হিসাবে টাকা না-থাকলে চেক ফেরত দেওয়ার সময় ব্যাংক কর্মচারীরা চেকের উপর ওই কথাগুলো লিখে রাখেন। □ (verb transitive) কার্যকর করা; সম্পাদন করা; ফলপ্রসূ করা।