• Bengali Word drop 2 English definition [ড্রপ্‌] (verb transitive), (verb intransitive) (-p-) ১ (তরল পদার্থ) ফোঁটায় ফোঁটায় পড়া বা পড়তে দেওয়া।
    (২) ফোঁটায় ফোঁটায় ঝরা বা ঝরতে দেওয়া। drop anchor নোঙর ফেলা। drop a stich পশমের জামা বোনায় ঘর বাদ ফেলা। (৩) কমা বা কমতে দেওয়া: The wind has dropped. (৪) পতিত করা বা হওয়া: dropping zone. (৫) তেমন ভাবনাচিন্তা না-করে বা উপস্থিতমতো কিছু বলা বা লিখে পাঠানো: drop a line. (৬) উচ্চারণে বা লেখায় বাদ পড়া বা দেওয়া; He often drops h’s when he speaks. (৭) কাউকে গাড়ি থেকে কোথাও নামানো: Drop me at the corner. (৮) সংশ্রব ত্যাগ করা। (৯) বাদ দেওয়া: to drop a bad habit. (১০) প্রসঙ্গের ইতি টানা: Let’s drop the subject. (১১) drop across somebody/something (= run across) হঠাৎ কারো বা কোনো কিছুর দেখা পাওয়া। drop away= drop off (ক) drop back; drop behind পিছিয়ে পড়া। drop in on somebody, drop by/in/over/round অনির্ধারিতভাবে/হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা: He drops in on me quite often. He dropped in for tea. He dropped by to see me. drop off (ক) সংখ্যায় কমে যাওয়া; সরে পড়া; His friends dropped off one by one. (খ) ঘুমিয়ে পড়া; তন্দ্রালু হওয়া: He dropped off during the lecture. drop out কোনো কাজ/প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ থেকে বিরত হওয়া: He dropped out of the game. drop out (noun) (ক) যে শিক্ষার্থী শিক্ষালাভ থেকে বিরত হয়: school drop outs. (খ) যে ব্যক্তি সামাজিক কর্মে অংশ নেওয়া থেকে বিরত থাকে। drop through (কথ্য) পণ্ড হওয়া; ভেস্তে যাওয়া: The scheme has dropped through.