• Bengali Word cut 1 English definition [কাট্] (verb transitive), (verb intransitive) (past participle, past tense cut) ১ কাটা (ক) কেটে ফেলা: She cut her finger herself.
    (খ) ফসল কাটা: He will cut (= harvest) paddy soon. (গ) ছাঁটা: He will have his hair-cut. hair-cut (noun) চুল-কাটা। চুলের ছাঁট। (ঘ) কেটে বাদ দেওয়া; বিভাজন করা। (ঙ) কমানো: They have cut my salary. (চ) ছোট ছোট টুকরায় বিভক্ত করা; টুকরা টুকরা করে কাটা: He has cut the bread. (ছ) দুই ভাগে ভাগ করা; (ফিতা) কাটা: The President will cut the tape and open the show. (জ) পথ, সুড়ঙ্গ ইত্যাদি কাটা: They will cut a tunnel through the hill. (২) (ক) (ভালো/খারাপ কাটে এমন যন্ত্র প্রসঙ্গে): The knife cuts well. (খ) (কোনো দ্রব্য কাটছাঁটের যোগ্যতা প্রসঙ্গে): The tailor could not cut the cloth well. (৩) (কথ্য) কেটে পড়া; কাটা মারা: to cut a class. (৪) (রেখা প্রসঙ্গে) পরস্পর ছেদ করা: the line AB cuts CD. (৫) (ক্রিকেট, টেনিস ইত্যাদি খেলার ক্ষেত্রে) স্পিন বলের মতো আঘাত করা; বলের একধারে আঘাত করা; কাট করা। (৬) cut one’s coat according to one’s cloth আয় বুঝে ব্যয় করা। cut (off) a corner কোনাকুনি যাও। cut corners (লাক্ষণিক) সংক্ষেপ করা। cut a disc/record গান ইত্যাদি রেকর্ড করা। cut the ground from under somebody/from under somebody’s feet কারো পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়া; কারো পরিকল্পনা বানচাল করে দেওয়া। cut no/not much ice (with somebody) (কারো উপর) কোনো প্রভাব না-পড়া। cut one’s losses আর্থিক অপচয়ের আশঙ্কায় পরিকল্পনা বাতিল করা। cut a tooth দাঁত-ওঠা। one’s teeth on something শেখা; অভিজ্ঞতা লাভ করা: You should accept this job to cut your teeth on. cut both ways (বিতর্কে) পক্ষে-বিপক্ষে সমান তালে যুক্তি উপস্থাপন করা। (৭) cut somebody dead দেখে না- দেখার ভান করা; চিনে না-চেনার ভান করা: He cut me dead in the party. cut it fine (কথ্য) কম সময়ে কিছু করা। cut somebody/something free (from) কেটে মুক্ত হওয়া: Don’t bind me with the ropes, I will cut myself free, ঢিলে করা; বিচ্ছিন্ন হওয়া (যেমন পরিবার থেকে)। cut something open ফাটিয়ে ফেলা। cut something short সংক্ষেপিত করা: to cut a long lecture short. (৮) Cut! (সিনেমায়) কাট; অভিনয় এবং দৃশ্যগ্রহণ থামানো। (৯) (past participle- সহ ব্যবহার) cut and dried (মতামতের ক্ষেত্রে) পরিবর্তনের সম্ভাবনাহীন। cut flowers ঘরদোর সাজানোর উদ্দেশ্যে কাগজ ইত্যাদির তৈরি ফুল। cutglass ফুল তোলা/আঁকা গ্লাস। cut price (attributively adjective) কম দামে ছাড়া; হ্রাসকৃত মূল্যের। cut-rate (attributively adjective)= cut-price. cut tobacco খণ্ডিত-বিখণ্ডিত। cutting (participial adjective) (ক) প্রবল: a cutting wind. (খ) ব্যঙ্গ; মর্মভেদী: cutting remarks. (১০) (adverbial particle এবং pres-সহ ব্যবহার). cut across something (ক) কোনাকুনি পথ ধরা। (খ) ভিন্নমত পোষণ করা। cut at somebody/something কঠোর আঘাত হানার উদ্দেশ্যে তলোয়ার, চাবুক ইত্যাদি তাক করা। cut something away কেটে ফেলে দেওয়া; কেটে অংশবিশেষ বাদ দেওয়া: The doctor cut away the infectious finger. cut something back (ক) (ঝোপঝাড়) ছেঁটে দেওয়া। (খ) কমানো; হ্রাস করা: cut back production. cutback (noun) (উৎপাদন)হ্রাস। cut something/somebody down (ক) কেটে নামানো: to cut down a tree. (খ) মেরে ফেলা অথবা তলোয়ার/ধারালো অস্ত্র দিয়ে আহত করা। (গ) (রোগের ফলে) স্বাস্থ্য নষ্ট হওয়া। (ঘ) পরিমাণ কমানো; ব্যয় সংকোচন করা: cut down expenses. (ঙ) মূল্যহ্রাসে রাজি করানো: They have managed to cut him down by 50. (চ) দৈর্ঘ্য কমানো: They have cut down my article. cut down on বিভাগের পরিমাণ কমানো: I have been trying to cut down on whisky. cut somebody down to size (কথ্য) কোনো ব্যক্তি যদি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, তাকে বুঝিয়ে দেওয়া যে সে তত গুরুত্বপূর্ণ নয়: I will cut him down to size. cut in (on) পিছন থেকে এসে দ্রুত অতিক্রম করা: Some drivers always cut in (on other cars). cut somebody in (কথ্য) লাভজনক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা: The businessmen have cut him in. cut in (on) into (কথোপকথনে) নাক গলানো; কথার মাঝে কথা বলা: He always cuts into the story. cut in half/two/three, etc; cut into halves/quarters/thirds, etc বিভক্ত করা/হওয়া: She has cut the mangoes into halves. cut into something (ক) ভিতরে ছুরি চালিয়ে কাটা: She has cut into her birthday cake. (খ) বাধা সৃষ্টি করা: The meeting has cut into my free time. cut somebody/something off (from) (ক) কেটে ফেলে দেওয়া: He has cut his infectious fingers off. (খ) বিচ্ছিন্ন করা/হওয়া: the cut off the gas supply. cut out থেমে যাওয়া; বন্ধ হওয়া। cut something out (ক) (সংবাদ-সাময়িকী থেকে) কেটে নেওয়া: Sometimes I cut the articles out. (খ) কেটে কেটে বের করা: Cut out a path through the jungle. (গ) (কাপড়) কেটে আকৃতি দেওয়া: Cut out a dress. (ঘ) (কথ্য) বাদ দেওয়া; বাতিল করা: He has cut out the details. (ঙ) (কোনো কিছু) করা থেকে বিরত থাকা। cut somebody out বাতিল করা; সরিয়ে দেওয়া: They have cut out all the rivals. cut it/that out (কথ্য); (imperative) যুদ্ধ থামাও: Now just cut it out, you two. cut out (the dead) wood (কথ্য) অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া। (not) be cut out for যোগ্যতাসম্পন্ন হওয়া (না-হওয়া): He is not cut out for that hard work. have one’s work cut out (for one) যথাসম্ভব কাজ করা: He will have his work cut out for him. cut out (noun) (ক) ডিজাইন। (খ) (বিদ্যুৎ) সার্কিট বিচ্ছিন্ন রাখার পদ্ধতিবিশেষ। cut somebody to the heart/quick মনে কষ্ট দেওয়া: His behaviour will cut her to the heart. cut somebody/something to pieces ধ্বংস করে দেওয়া: He has cut the enemy to pieces. cut something/somebody up (ক) টুকরা করে কাটা: cut up one’s meat. (খ) ধ্বংস করা: cut up the enemy’s forces. (গ) মনে কষ্ট পাওয়া: They were badly cut up by the news of their defeat. (ঘ) কঠোর সমালোচনা করা: The critics have cut up the latest book of Mr Khan. cut up (into) কাটা যেতে পারে: This piece of cloth will cut up into four shirts. cut up (for) (কথ্য) যোগ্যমূল্যের হওয়া: He had left £ 100,000 for his heir though he was cut up for twenty thousand. cut up rough (অপশব্দ) আক্রমণাত্মক আচরণ করা: They will cut up rough, if you do not support him.