• lavatory শৌচাগার, মলমূত্র ত্যাগে ব্যবহৃত পাত্র, মেঝের সঙ্গে আবদ্ধ গামলাজাতীয় পাত্র, যার উপর বসে মলমূত্র ত্যাগ করা যায় এবং সঞ্চিত জলাধার থেকে নিঃসৃত পানির সাহায্যে মলমূত্র পাইপ দিয়ে নির্গমন করানো যায় (দ্রষ্টব্য commode, water-closet)।