• Bengali Word charge 1 English definition [চা:জ্‌] (noun) ১ অভিযোগ, বিশেষত কারো বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ।
    bring a charge (of something) against somebody (কোনো অপরাধে) কাউকে অভিযুক্ত করা। face a charge (of something) আদালতে (কোনো অভিযোগের) জবাবদিহি করা। lay something to somebody’s charge কারো বিরুদ্ধে কোনো কিছুর অভিযোগ আনা। charge-sheet থানায় রক্ষিত মামলাসংক্রান্ত নথিপত্র। (২) (সৈন্য, বন্য প্রাণী, ফুটবল খেলোয়াড় ইত্যাদির দ্বারা) আকস্মিক, তীব্র, বিদ্যুদ্গতি আক্রমণ। (৩) মূল্য; মাসুল; ভাড়া: hotel charges. charge-account (noun)(America(n) ঋণপত্র। দ্রষ্টব্য credit (১)। (৪) বন্দুকে বা বিস্ফোরণে ব্যবহৃত বারুদের মাত্রা; বিদ্যুৎ সঞ্চায়কযন্ত্রে সঞ্চরণযোগ্য বিদ্যুৎশক্তির মাত্রা: a positive/negative charge. (৫) [countable noun] অর্পিত কাজ; কারো তত্ত্বাবধানে অর্পিত ব্যক্তি বা বস্তু; [uncountable noun] দায়িত্ব; আস্থা: The patient is in the charge of Dr Haq. Put somebody/be in charge (of) (কারো, কোনো কিছুর) দায়িত্বপ্রাপ্ত হওয়া: Selina was (put) in charge of the kitchen. Put somebody/be in somebody’s charge কারো তত্ত্বাবধানে অর্পণ করা বা অর্পিত হওয়া: The kitchen was put in Selina’s charge. give somebody in charge কাউকে পুলিশে দেওয়া। take charge of দায়িত্ব গ্রহণ করা। (৬) নির্দেশাবলি: the officer’s charge to his assistant.