• Bengali Word card 1 English definition [কা:ড্‌] (noun) ১ কার্ড: visiting card (America(n) calling card), অভ্যাগম কার্ড; Christmas/New year/ Birthday cards, বড়দিনের/নববর্ষের/জন্মদিনের কার্ড; record card (তথ্য, টীকা-টিপ্পনী ইত্যাদি বাক্স বা দেরাজে সংরক্ষণের জন্য) লেখা কার্ড।
    card index (noun) কার্ডসূচি। card-carrying member (noun) (কোনো সমিতি, দল ইত্যাদির) নিবন্ধিত সদস্য। cardvote (noun) শ্রমিক সমিতির সভায় গৃহীত ভোট, যে সভার প্রত্যেক প্রতিনিধির হাতে কয়েকজন শ্রমিকের প্রতিনিধিত্বসূচক কার্ড থাকে; কার্ডভোট। (২) কোনো দৌড় প্রতিযোগিতা বা খেলাধুলার বিস্তারিত অনুষ্ঠানসূচি, যেখানে ফলাফল চিহ্নিত করতে শূন্যস্থানও থাকে: a score card, (যেমন ক্রিকেটে) বিগণনপত্র। (৩) তাস। have a card up one’s sleeve (প্রয়োজনে ব্যবহারের জন্য) কোনো গোপন পরিকল্পনা বা ফন্দি হাতে থাকা। hold/keep one’s cards close to one’s chest, দ্রষ্টব্য chest (২). make a card কার্ড দিয়ে এক দান জিতে নেওয়া। on the cards (তাসের সাহায্যে ভাগ্য গণনা থেকে) সম্ভবপর; সম্ভাবনীয়। one’s best/strongest card কারো মোক্ষম যুক্তি, কার্যসিদ্ধির প্রকৃষ্ট/মোক্ষম পন্থা। play one’s cards well নৈপুণ্য/বিচক্ষণতার সঙ্গে নিজ কর্তব্য করা। play a sure/safe/doubtful card নিশ্চিত/নিরাপদ/অনিশ্চিত পরিকল্পনা বা কৌশল প্রয়োগ করা। put one’s cards on the table উদ্দেশ্য, অভিপ্রায়, পরিকল্পনা খোলাখুলি বলা। card-sharper (noun) জুয়াচোর। (৪) (হাস্যরসাত্মক) অদ্ভুত বা মজার লোক।