• Bengali Word blue 1 English definition [ব্লু] (adjective) (bluer, bluest) নীল: blue eyes; নীল পোশাক: the girl in blue (dress).
    blueblood (ed) (adjective), (noun) অভিজাত; উচ্চ বংশজাত। blue chips (noun), (adjective) (১) (অর্থ.) নির্ভরযোগ্য ও মূল্যবান (ব্যক্তি) (শিল্প শেয়ার)। (২) (লাক্ষণিক) উচ্চমূল্য বা মর্যাদাসম্পন্ন বস্তু। blue film (noun) অশ্লীল চলচ্চিত্র যা সাধারণ্যে প্রদর্শিত হয় না। blue jokes অশোভন ঠাট্টা বা তামাশা। Blue Peter নীল রঙের মাঝখানে সাদা চতুর্ভুজসংবলিত যে পতাকা বন্দরত্যাগের আগে জাহাজে ওড়ানো হয়। blue ribbon ১ কোনো প্রতিযোগিতায় প্রথম হলে যে পুরস্কার দেওয়া হয়। (২) সম্ভ্রান্ত ব্যক্তিদের মর্যাদাসূচক ফিতা; সম্মানচিহ্ন। look blue (অপশব্দ) (ব্যক্তি বা আবহাওয়া) বিষণ্ন বা বিমর্ষ হওয়া: He is looking blue today. once in a blue moon কদাচিৎ: He comes here once in a blue moon.