• Bengali Word bite 1 English definition [বাইট্‌] (verb transitive), (verb intransitive) (past tense bit past participle bitten) দাঁত দিয়ে কামড়ে নেওয়া; ছিঁড়ে নেওয়া; কেটে ফেলা বা ফুটা করা; দংশন করা: Beware, the dog can bite you. He gave a big bite into the apple.
    He gave a big bite into the apple. bite off কামড়ে ছিড়ে নেওয়া: The angry wolf bit off a large piece of flesh from his leg. bite off more than one can chew সাধ্যের অতিরিক্ত সাধন করার চেষ্টা করা। (have) something to bite on করার মতো কোনো কাজ পাওয়া (লাক্ষণিক): At last he has something now to bite on. bite the dust মাটিতে পড়ে যাওয়া (কথ্য লাক্ষণিক)। bite ones lips ক্রোধ বা বিরক্তি লুকানোর চেষ্টা করা। once bitten twice shy একবার ঠকার ফলে অতিরিক্ত সাবধান। the biter bit (ten) অন্যকে প্রতারিত করতে গিয়ে নিজেই প্রতারিত। পুড়িয়ে দেওয়া; কষ্টকর ঠেকা: Too much of chillies bite the tongue. frost-bitten বরফে অবশ হয়ে যাওয়া; শক্ত করে ধরা: The roads were awfully muddy and the wheels did not bite. biting (adjective) ভয়ানক; কষ্টকর: biting cold. bitingly (adverb)