• Bengali Word bench English definition [বেন্‌চ্‌] (noun) বেঞ্চি; লম্বা কাঠের আসন; শ্রেণিকক্ষে, আদালতে বা পার্কে সাধারণের ব্যবহারের জন্য লম্বাটে আসন।
    back-benches কক্ষের পিছন দিকের আসন (সাধারণত সংসদের আসন বোঝাতে ব্যবহৃত)। cross-benches নিরপেক্ষ সদস্যদের জন্য বিশেষ আসন। front-benches মন্ত্রী ও নেতাদের জন্য নির্দিষ্ট আসন। bench seat মোটরগাড়িতে দুই-তিনজনের আসন; বিচারকের আসন; বিচারপীঠ। bench clerk পেশকার। full bench প্রধান বিচারালয়ের বিচারপতিদের সম্মিলিত সভা। high bench ডেস্কসহ উঁচু বেঞ্চি। on the high bench বিচারক বা ধর্মগুরুর পদে আসীন। raise to the bench বিচারক বা বিশপের পদ প্রদান করা। bencher বিচারালয়ের সদস্য। bench mark ১ মানচিত্র প্রস্তুত করতে অনুভূমিক রেখার বিবিধ সুনির্দিষ্ট বিন্দু যা দ্বারা দূরত্ব ও উচ্চতাসূচক তীরচিহ্ন দেখানো হয়। (২) (লাক্ষণিক) (মান) যার বিপরীতে অন্য কিছুর পরিমাপ করা যায় বা মূল্যায়ন সম্ভব।