• Bengali Word back 2 English definition [ব্যাক্] (adverbial particle) ১ (forward–এর বিপরীত) পিছনে; সম্মুখ বা কেন্দ্র থেকে দূরে: The troops ordered us to stand back; He sat back in his chair and fell asleep, হেলান দিয়ে বসে।
    go back (up) on/from one’s word কথার বরখেলাপ করা। (in) back of (America(n) কথ্য) পিছনের: the building back of the school. (২) আগেকার অবস্থায় বা অবস্থানে, ফিরিয়ে, ফিরে ইত্যাদি: Give the book back to me, ফিরিয়ে দাও; Put the cup back on the table. He will be back in no time, ফিরে আসবে। ‍back and forth, দ্রষ্টব্য forth. (৩) বিনিময়ে: The injured boxer hit back ferociously, পাল্টা আঘাত হেনেছে। He paid back the money I lent, ফেরত দিয়েছে। have/get one’s own back (on somebody) (কথ্য) প্রতিশোধ নেওয়া। (৪) (সময় সম্বন্ধে) আগে; পূর্বে: a few days back.