• Bengali Word back 1 English definition [ব্যাক্] (noun) ১ (মানবদেহ সম্বন্ধে) পিঠ; পৃষ্ঠদেশ; মেরুদণ্ড।
    at the back of somebody; at somebody’s back কারো পিছনে থাকা (তাকে সমর্থন করা): The entire establishment is at his back, তুলনীয় back somebody up. do/say something behind somebody’s ‍ back কারো অসাক্ষাতে কিছু করা বা বলা (সাধারণত অপ্রীতিকর কোনো কিছু, যেমন কুৎসা)। break one’s back মেরুদণ্ড/কোমরভাঙ্গা; (লাক্ষণিক) হাড়ভাঙ্গা পরিশ্রম করা। break the back of something (যেমন কোনো কাজের) অধিকাংশ বা কঠিনতম অংশ শেষ করে ফেলা। get off somebody’s back কারো ঘাড় থেকে নেমে যাওয়া (তার উপর বোঝা বা তার পথের কাঁটা হয়ে না-থাকা)। give somebody a back; make a back for somebody কাউকে পিঠ দেওয়া (যেমন খেলাচ্ছলে কিংবা দেওয়াল টপকানোর জন্য)। be glad to see the back of somebody পৃষ্ঠদেশদর্শনে পুলকিত হওয়া (আপদ বিদায় হল ভেবে)। be with/have one’s back to the wall পিঠ দেওয়ালে ঠেকা (কঠিন পরিস্থিতি, আত্মরক্ষা করা ছাড়া গত্যন্তর নেই)। be on one’s back (বিশেষত রোগে) শয্যাশায়ী হওয়া: put one’s back into something কোমর বেঁধে/উঠে পড়ে/আদাজল খেয়ে লাগা। put/get somebody’s back up কাউকে রাগানো/চটানো; মাথায় রক্ত চড়ানো। turn one’s back on somebody কাউকে এড়িয়ে চলা/যাওয়া; পরিহার করা; পৃষ্ঠ প্রদর্শন করা। (২) জন্তুর শরীরের উপরের অংশ; পিঠ: put the bag on the donkey’s back. (৩) চেয়ার বা আসনের যে অংশে পৃষ্ঠদেশ রক্ষিত হয়; পিঠ। (৪) (front–এর বিপরীত) কোনো বস্তুর যে অংশ কম ব্যবহৃত হয়, কম গুরুত্বপূর্ণ কিংবা কম দৃষ্টিগোচর; পিঠ; পশ্চাৎ: the back of one’s head; the back of a knife, চাকুর উলটাদিক; the back of one’s head, মাথার পশ্চাৎভাগ। (৫) (front–এর বিপরীত) কোনো বস্তুর সম্মুখভাগ থেকে সবচেয়ে দূরবর্তী অংশ; পিছন; পশ্চাদ্ভাগ: a room at the back of the house. the Backs কেম্ব্রিজের কোনো কোনো কলেজের (ক্যাম নদীতীরবর্তী) লন ও খেলার মাঠ। (৬) break her back (জাহাজ) দ্বিখণ্ডিত করা। (৭) (full-back) back; (half-back) back (ফুটবল ইত্যাদিতে) রক্ষণভাগের খেলোয়াড়।