• Bengali Word arms English definition [আ:ম্‌জ্] (noun) (plural) ১ অস্ত্র; (একবচনে ব্যবহৃত fire-arms লক্ষণীয়): The enemy had plenty of arms and ammunition.
    arms-race অস্ত্র প্রতিযোগিতা। firearms আগ্নেয়াস্ত্র। small arms হাতে বহন করা যায় এমন আগ্নেয়াস্ত্র; যথা রিভলভার, রাইফেল। lay down (one’s) arms যুদ্ধ বন্ধ করা: অস্ত্র সংবরণ করা। take up arms; rise up in arms (সাহিত্যিক, লাক্ষণিক) অস্ত্র হাতে নেওয়া; যুদ্ধের জন্য তৈরি হওয়া। under arms অস্ত্র দিয়ে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে এমন। (be) up in arms (about/over) (সাধারণত লাক্ষণিক) (কারো/কোনো কিছুর বিরুদ্ধে) প্রতিবাদমুখর হওয়া। (২) (কুলচিহ্ন ও বংশপরিচয়বিদ্যা) অভিজাত পরিবার, শহর, বিশ্ববিদ্যালয় ইত্যাদির ব্যবহৃত সচিত্র নকশা। coat of arms এরূপ নকশা, কুলচিহ্ন (বর্মে খচিত বা অঙ্কিত থাকে)।