• Bengali Word angle 1 English definition [অ্যাঙ্‌গ্‌ল্‌] (noun) ১ পরস্পর মিলিত হয় এমন দুটি রেখার মধ্যবর্তী স্থান; কোণ: an acute angle.
    angle-iron (noun) L আকার লোহার বাতা। angle-park (verb transitive), (verb intransitive) রাস্তার ধারে আড়াআড়িভাবে মোটরগাড়ি দাঁড় করানো। (২) (লাক্ষণিক) দৃষ্টিকোণ; দৃষ্টিভঙ্গি: He viewed the matter from a different angle. angle (verb transitive) বিশেষ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা: angle the news, (সংবাদদাতা বা তার মালিকপক্ষের মতাদর্শের উপযোগী করে) সংবাদ পরিবেশন করা।