• Bengali Word advantage English definition [আড্‌ভা:ন্‌টিজ্‌ America(n) আড্‌ভ্যান্‌টিজ্‌] (noun) ১ [Countable noun] উপকারী বা দরকারি কিছু; সুবিধা; সুযোগ।
    have/gain/win an advantage (over); give somebody an advantage (over) সুযোগ পাওয়া/অর্জন করা; কাউকে সুযোগ দেওয়া। have the advantage of somebody এমন কিছু বা এমন কাউকে জানা যা ঐ ব্যক্তি জানে না। (২) [Uncountable noun] লাভ; উপকার: How much advantage did you gain from your acquaintance with the Prime Minister? take advantage of somebody তার সঙ্গে চালাকি করা; তাকে প্রতারিত করা। take (full) advantage of something (পূর্ণ) সুযোগ গ্রহণ করা। to advantage সর্বোত্তমভাবে দেখা বা ব্যবহার করা যায় এমনভাবে: You should make the journey in summer to the best advantage, সর্বাধিক সুবিধাজনক। be/prove to somebody’s advantage কারো জন্য লাভজনক/সহায়ক হওয়া। turn something to advantage লাভজনকভাবে ব্যবহার করা; সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়া। (৩) [Uncountable noun] (টেনিস) ডিউসের (deuce) পরে অর্জিত প্রথম পয়েন্ট। □(verb transitive) উপকার করা।