• Bengali Word account 1 English definition [আকাউন্‌ট্‌] (noun) ১ [Countable noun] (বাণিজ্য.) (পণ্য, সেবা ইত্যাদি জন্য) প্রাপ্ত/পরিশোধিত (বা প্রাপ্তব্য/পরিশোধ্য) অর্থসংক্রান্ত বিবরণ; হিসাব।
      ) (পণ্য, সেবা ইত্যাদি জন্য) প্রাপ্ত/পরিশোধিত (বা প্রাপ্তব্য/পরিশোধ্য) অর্থসংক্রান্ত বিবরণ; হিসাব। open an account; open a bank/post office, etc. account হিসাব খোলা। ask a shop/shopkeeper/store to put something down to one’s account পরে মূল্য শোধ করা হবে বলে ক্রেতার নামে লিখে রাখতে বলা। settle one’s account (with) হিসাব/পাওনা মিটিয়ে দেওয়া; (লাক্ষণিক) আঘাত, অপমান ইত্যাদির প্রতিশোধ নেওয়া। send in/render an account দেনার লিখিত বিবৃতি পাঠানো। ‍ account rendered প্রেরিত হিসাব (এখনো অপরিশোধিত)। balance/square accounts (with somebody) দেনা-পাওনার হিসাব মেলানো (দুয়ের মধ্যকার পার্থক্য দূর করে); (লাক্ষণিক) শাস্তি দিয়ে বা মেনে নিয়ে মানুষে মানুষে নৈতিক মনোমালিন্য দূর করা। budget account (দোকানের সঙ্গে) পণ্যক্রয়, বিল পরিশোধ ইত্যাদির জন্য দোকানে নিয়মিত অর্থ জমা করে যে হিসাব খোলা হয়; (ব্যাংকের সঙ্গে) বিল ইত্যাদি পরিশোধের জন্য যে ব্যাংক নিয়মিত অর্থ কর্তন করে সেই ব্যাংকে খোলা বিশেষ হিসাব; বাজেট হিসাব। current account, deposit account; joint account; savings account; দ্রষ্টব্য current 1 (৩), deposit 1 (১), joint 2 এবং save 1 (২)। (২) (পুরাতনী) গণনা; গণন; বিগণন। money of account অর্থের অঙ্ক বোঝাতে ব্যবহৃত: এই পরিমাণ অর্থের কোনো মুদ্রা বা ব্যাংকনোট নেই; হিসাবি অর্থ, যেমন, guinea (দ্রষ্টব্য), ৩ (কেবল singular) সুবিধা; মুনাফা; লাভ। turn/put something to (good) account অর্থ; সামর্থ্য, মেধা ইত্যাদি লাভজনকভাবে ব্যবহার করা। work on one’s own account নিজের উদ্দেশ্য সিদ্ধি ও লাভের জন্য নিজ দায়িত্বে কাজ করা। (৪) [Uncountable noun] call/bring somebody to account কাউকে তার আচরণের যৌক্তিকতা প্রতিপন্ন করতে বলা; কৈফিয়ত দিতে/জবাবদিহিতে/ দায়দায়িত্ব স্বীকারে বাধ্য করা। (৫) [Countable noun] give a good account of oneself ভালো করা; কৃতিত্বের পরিচয় দেওয়া। (৬) [Countable noun] প্রতিবেদন; বর্ণনা; বিবরণ: a graphic account of the events. by one’s own account নিজের বর্ণনা অনুযায়ী। by/from all accounts সর্বজনের বিবরণ অনুযায়ী। (৭) [Uncountable noun] বিবেচনা; বিচার; মূল্যায়ন। be (reckoned) of some/small account কিছুটা মূল্যবান/নগণ্য (বলে বিবেচিত) হওয়া। take something into account; take account of something বিবেচনা করা; মনোযোগ দেওয়া; হিসাবের মধ্যে নেওয়া। leave something out of account; take no account of something বিবেচনা না-করা; বিবেচনার বাইরে রাখা। (৮) [Uncountable noun] যুক্তি; হেতু; কারণ। on account of কারণে। on this/that account এই কারণে, সেই হেতু। on no account; not on any account কোনো অবস্থাতেই/ কোনোক্রমেই নয়।
    • Bengali Word account 2 English definition [আকাউন্‌ট্] (verb transitive, verb intransitive) ১ account for (ক) ব্যাখ্যাস্বরূপ হওয়া; কারণ ব্যাখ্যা করা: That accounts for his conduct. There’s no accounting for tastes রুচির কোনো ব্যাখ্যা নেই।
      There’s no accounting for tastes রুচির কোনো ব্যাখ্যা নেই। (খ) হিসাব দেওয়া: You are to account for the money you have been entrusted with. (গ) ধ্বংস করা; হত্যা করা; ধরা বা বন্দী করা: They accounted for a pair of pheasants. (২) বিবেচনা করা: The accused should be accounted innocent until he is proved guilty. accountable [আকাউন্টাব্‌ল্‌] (adjective) দায়ী; জবাবদিহি। accountable (to somebody) (for something) দায়ী; জবাবদিহি: accountable to the people. accountability (noun) জবাবদিহিতা।
    • Bengali Word accountancy English definition [আকাউন্‌টান্‌সি] [Uncountable noun] হিসাববিদ্যা; হিসাবরক্ষক বা গাণনিকের পেশা।
    • Bengali Word accountant English definition [আকাউন্‌টান্‌ট্‌] [Countable noun] (British/Britain) ব্যবসার হিসাব রাখা ও পরীক্ষা করা যার পেশা; হিসাবরক্ষক; জমানবিশ; গাণনিক।
      chartered accountant (সংক্ষেপ CA), দ্রষ্টব্য charter (verb transitive) (১) (America(n) = certified public accountant, সংক্ষেপ CPA).
    • Bengali Word unaccountable English definition [আনাকাউন্‌টাব্‌ল্‌] (adjective) কারণ নির্ণয় করা যায় না এমন; অব্যাখ্যেয়; ব্যাখ্যাতীত।