• Bengali Word about 2 English definition [আবাউট্] (adverbial particle) (১, ২ ও ৩- এ "about" এর স্থলে "around" ব্যবহার করা যেতে পারে) ১ (গতিসূচক verb’s-এর সঙ্গে) এখানে-সেখানে; যত্রতত্র; ইতস্তত: We saw them moving about. The child is throwing its hands and feet about.
    The child is throwing its hands and feet about. (২) (অন্য verb’s-এর সঙ্গে; অবস্থানসূচক) কাছে; কারো নিকটে: Shoes are lying about on the floor. (৩) (be-এর সঙ্গে): No one was about, কাউকে ধারে কাছে দেখা যাচ্ছিল না। be (out and) about অসুস্থতা ইত্যাদির পর বেরোতে বা কাজে যোগ দিতে সমর্থ। be up and about শয্যাত্যাগ করে সক্রিয়ভাবে চলাফেরা করা। (৪) bring something about, দ্রষ্টব্য bring (৪)। come about, দ্রষ্টব্য come (১১). (৫) বিপরীতমুখী; উলটোদিকে: the other way about; About turn! (British/Britain), About face! (America(n)), (সামরিক আদেশ) বিপরীতমুখী হও। about-face, (verb intransitive) ঘুরে বিপরীতমুখী হওয়া। □ (noun) আচরণ, মত ইত্যাদির আমূল পরিবর্তন; ডিগবাজি। (দুই বা ততোধিক ব্যক্তি বা দল সম্বন্ধে) take turns about; (do something) turn and turn about দ্রষ্টব্য turn 1 (৪)।