T পৃষ্ঠা ১৪
- English Word terminus Bengali definition [টামিনাস্] (noun) [countable noun] (plural terminuses) রেললাইনের প্রান্তিক/শেষ স্টেশন; ট্রাম, বাস বা বিমানপথের অন্ত।
- English Word termite Bengali definition [টামাইট্] (noun) ঘুণপোকা, উইপোকা।
- English Word tern Bengali definition [টান্] (noun) শঙ্খচিলজাতীয় সামুদ্রিক পাখিবিশেষ।
- English Word terra firma Bengali definition [টেরাফামা] (noun) [uncountable noun] (লাতিন) শুকনা জমি; শক্ত মাটি।
- English Word terra incognita Bengali definition [টেরা ইন্কগ্নিটা] (noun) (লাতিন) অজানা ভূখণ্ড; অচেনা দেশ।
- English Word terra-cotta Bengali definition [টেরাকটা] (noun) [uncountable noun] পোড়ামাটি; মূর্তি গড়তে কাদামাটি ও বালির মিশ্রণ, যা পুড়িয়ে শক্ত করা হয়।
- English Word terrace Bengali definition [টেরাস্] (noun) (১) সমতল থেকে একটু উঁচুতে অবস্থিত একই রকমের বাড়ির সারি। (২) স্তরে স্তরে বানানো দর্শক-গ্যালারি, কিংবা স্নানের ঘাট (যেমন বারানসীতে গঙ্গার ঘাট)। □(verb transitive) চত্বরযুক্ত বা সারিবদ্ধ করে বানানো।
- English Word terrain Bengali definition [টেরেইন্] (noun) ভূখণ্ড।
- English Word terrestrial Bengali definition [টিরেস্ট্রিআল্] (adjective) (১) পৃথিবীসম্পর্কিত; পৃথিবীতে বসবাসকারী। (২) পৃথিবীর প্রতীকস্বরূপ: a terrestrial globe, ভূগোলক।
- English Word terrible Bengali definition [টেরাব্ল্] (adjective) (১) ভয়ংকর; ভীষণ; ভয়াবহ। (২) চরম: terrible heat. (৩) (কথ্য) শোচনীয়ভাবে খারাপ: The waiter served us terrible food. terribly (adverb)
- English Word terrier Bengali definition [টেরিআ(র্)] (noun) ছোট আকারের কর্মঠ শিকারি কুকুরবিশেষ।
- English Word terrific Bengali definition [টারিফিক্] (adjective) (১) ভয়াবহ; ভীষণ; আতঙ্কজনক। (২) (কথ্য) চরম। terrifically (adverb)
- English Word terrify Bengali definition [টেরিফাই] (verb transitive) আতঙ্কিত করা; ভয় পাইয়ে দেওয়া।
- English Word territorial Bengali definition [টেরিটোরিআল্] (adjective) এলাকা বা ভূখণ্ডসম্পর্কিত: have territorial claims against a state. territorial waters রাষ্ট্রীয় জলসীমা বা দেশের অধিকারাধীন সমুদ্র এলাকা।
- English Word territory Bengali definition [টেরাট্রি] America(n) [টেরাটোরি] (noun) (১) [countable noun, uncountable noun] এক শাসক বা সরকারের অধীন ভূখণ্ড বা এলাকা। (২) অঞ্চল; কর্মক্ষেত্র।
- English Word terror Bengali definition [টেরা(র্)] (noun) (১) [uncountable noun] অত্যধিক ভীতি; আতঙ্ক; সন্ত্রাস। strike terror into somebody কাউকে ভয় পাইয়ে দেওয়া। (২) কোনো বিষয়জনিত ভীতি; The girl has terror of fire. (৩) ত্রাস সৃষ্টিকারী ব্যক্তি: He is a terror of the area. terrorism (noun) সন্ত্রাসবাদ। terrorist (noun) সন্ত্রাসবাদী। terrorize, terrorise (verb transitive) হুমকি বা সন্ত্রাসমূলক কাজের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা।
- English Word terse Bengali definition [টাস্] (adjective) (বাগভঙ্গি ও বক্তৃতাসম্পর্কিত) বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত এবং লাগসই। tersely (adverb) terseness (noun)
- English Word tertian Bengali definition [টাশ্ন্] (adjective) একদিন পরপর আসে এমন (যথা পালাজ্বর)।
- English Word tertiary Bengali definition [টাশারি] (adjective) তৃতীয় পর্যায়ভুক্ত: Tertiary education, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা।
- English Word terylene Bengali definition [টেরালীন্] (noun) এক ধরনের কৃত্রিম তন্তু।