Q পৃষ্ঠা ১
- English Word Q, q Bengali definition [ক্যিঊ] ইংরেজি বর্ণমালার সপ্তদশ বর্ণ।
- English Word quack 1 Bengali definition [কুঅ্যাক্] (verb intransitive), (noun) হাঁসের ডাক; হাঁসের ডাক ডাকা। quack-quack (noun) শিশু যে নামে হাঁসকে ডাকে।
- English Word quack 2 Bengali definition [কুঅ্যাক্] (noun) হাতুড়ে (ডাক্তার)। quackery (noun) হাতুড়েবিদ্যা।
- English Word quad Bengali definition [কুঅড্] (noun) quadrangle (চতুর্ভুজ) এবং 'quadruplet' (চতুষ্টয়) শব্দের চলতি সংক্ষিপ্ত রূপ।
- English Word quadrangle Bengali definition [কুঅড্র্যাঙ্গ্ল্] (noun) (১) চার বাহুর সমতলক্ষেত্র (বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র)। (২) চতুর্ভুজবিশিষ্ট আঙিনা, বিশেষত কোনো কলেজের ভবনসমূহের মধ্যকার (যেমন অক্সফোর্ডে)। quadrangular (adjective) চতুর্ভুজাকার।
- English Word quadrant Bengali definition [কুঅড্আন্ট্] (noun) (১) বৃত্ত বা এর পরিধির এক-চতুর্থাংশ। (২) উচ্চতা মাপার (জ্যোতির্বিদ্যা ও নৌচালনায়) যন্ত্রবিশেষ।
- English Word quadratic Bengali definition [কুঅড্র্যাটিক্] (adjective) (গণিত) quadratic equation দ্বিঘাতের সহসমীকরণ।
- English Word quadrilateral Bengali definition [কুঅড্রিল্যাটারাল্] (noun) চতুর্ভুজক্ষেত্র; চতুর্ভুজ।
- English Word quadrillion Bengali definition [কুঅড্রিলিআন্] (noun) (১) দশ লাখের চতুর্ঘাত (অর্থাৎ ১- এর পিঠে ২৪ শূন্য)। (২) (America(n) এক হাজারের পঞ্চঘাত (১- এর পিঠে ১৫ শূন্য)।
- English Word quadrophony Bengali definition [কুঅড্রফানি] (noun) [uncountable noun] চারটি চ্যানেলে শব্দধারণ; চার-চ্যানেল রেকর্ডিং। =stereophonic. quadrophonic (adjective)
- English Word quadruped Bengali definition [কুঅড্রুপেড্] (noun) চতুষ্পদ প্রাণী।
- English Word quadruple Bengali definition [কুঅড্রুপ্ল্] (adjective) চারটি অংশের সমন্বয়ে গঠিত। (২) চতুর্মুখী; চারপক্ষ কর্তৃক স্বীকৃত; চতুর্পাক্ষিক: a quadruple treaty, চারশক্তির মৈত্রীচুক্তি। □ (noun) চতুর্গুণিত সংখ্যা বা পরিমাণ: Twenty four is the quadruple of six. □ (verb transitive), (verb intransitive) চার দিয়ে গুণ করা; চতুর্গুণ করা; His salary has quadrupled in 10 years.
- English Word quadruplet Bengali definition [কুঅড্রুপ্লেট্] (noun) (সংক্ষিপ্ত রূপ 'quad') এক সঙ্গে জন্মগ্রহণকারী চার শিশুর যেকোনো একটি।
- English Word quadruplicate Bengali definition [কুঅড্রুপ্লিকাট্] (adjective) চতুর্বিধ, চতুর্গুণ; চারবার কপিকৃত; চারবার পুনরাবৃত্তি করা হয়েছে এমন। □ (noun) in quadruplicate চার কপিতে; চারটি নকলসহ। □ (verb transitive) চারটি নকল কপি প্রস্তুত করা।
- English Word quagmire Bengali definition [কুঅ্যাগ্মাইআ(র্)] (noun) জলকাদায় ভরা জায়গা; জলভরা খানাখন্দ।
- English Word quail 1 Bengali definition [কুয়েইল্] (noun) তিতিরজাতীয় পাখিবিশেষ।
- English Word quail 2 Bengali definition [কুয়েইল্] (verb intransitive) quail (at/before) ভয় পাওয়া; ভয় পেয়ে পিছিয়ে যাওয়া: He quailed at the prospect of his dismissal from the job.
- English Word quaint Bengali definition [কুয়ইন্ট্] (adjective) অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি: He was wearing a quaint dress. quaintly (adverb) quaintness (noun)
- English Word quake Bengali definition [কুয়েইক্] (verb intransitive) (১) ভূমিকম্পের ফলে কাঁপা: The ground quaked under his feet. (২) (মানুষ) শীতে বা ভয়ে কাঁপা: He was quaking with fear/cold. □ (noun) earthquake (ভূমিকম্প)-এর চলতি সংক্ষিপ্তরূপ।
- English Word Quaker Bengali definition [কুয়েইক(র্)] (noun) ‘বন্ধুসভা’ নামে একটি খ্রিষ্টান গোষ্ঠীর সদস্য- এই গোষ্ঠী গির্জার আনুষ্ঠানিক উপাসনার পরিবর্তে ঘরোয়াভাবে মিলিত হয় এবং এরা যেকোনো পরিস্থিতিতেই যুদ্ধবিরোধী।