L পৃষ্ঠা ৫
- English Word laptop Bengali definition [ল্যাপ্টপ্] (plural laptops) ('lap' আর 'top' মিলে তৈরি, অপিচ 'laptop computer') কম্পিউটারের বহনযোগ্য সংস্করণ, যা কোলের উপর রেখে কাজ করা যায়: Laptops are valuable in many ways.
- English Word lapwing Bengali definition [ল্যাপ্উইঙ্] (noun) টিট্টিভজাতীয় পাখিবিশেষ।
- English Word larceny Bengali definition [লা:সানি] (noun) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) চুরি; [countable noun] চুরির ঘটনা।
- English Word larch Bengali definition [লা:চ্] (noun) [countable noun] চোঙাকৃতি গাছ; [uncountable noun] এই গাছের কাঠ।
- English Word lard Bengali definition [লা:ড্] (noun) [uncountable noun] রান্নার কাজে ব্যবহৃত শূকরচর্বি। (verb transitive) put lard on শূকরচর্বি (রুটি ইত্যাদিতে) মাখানো।
- English Word larder Bengali definition [লা:ডা(র্)] (noun) মাংস, খাদ্যদ্রব্য রাখার জন্য ব্যবহৃত তাক; ভাঁড়ারঘর।
- English Word large Bengali definition [লা:জ্] (adjective) (১) বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন: A large family is a big burden. He bought a large suitcase. large-scale (adjective) (ক) বড় মাপের; বিরাট পরিসরের: a - large scale project. (খ) বড় স্কেলের: a large-scale map of Bangladesh. (২) উদার, বিরাট হৃদয়সম্পন্ন: He is a large-hearted man. large-minded উদারচেতা। (৩) অসীম; অনিয়ন্ত্রিত: He was given large powers. (noun) (কেবল এই ক্ষেত্রে) at large (ক) স্বাধীন; মুক্ত: The dacoit is still at large. (খ) বিস্তারিত। (গ) সাধারণভাবে: The audience at large appreciated the performance. (adverb) (১) bulk/loom/writ large স্পষ্টভাবে; সর্বতোভাবে: Misery was writ large on his countenance. (২) talk large বড় বড় কথা বলা। largeish (adjective) মোটামুটি বড় ধরনের। largely (adverb) অনেকাংশে।
- English Word largesse Bengali definition [লা:জেস্] (noun) উদার দান।
- English Word largo Bengali definition [লা:গোউ] (noun) (সংগীত) ধীরলয়ে গীত সংগীত। (adjective) (সংগীত পরিবেশন) ধীরলয়ে।
- English Word lark 1 Bengali definition [লা:ক্] (noun) ছোট গানের পাখি, বিশেষত skylark; ভরতপাখি।
- English Word lark 2 Bengali definition [লা:ক্] (noun) [countable noun] মজা; দুষ্টামি; কৌতুক: The children are having a Iark. (verb intransitive) মজা করা; দুষ্টামিতে যোগ দেওয়া: He is always Iarking about with girls.
- English Word larkspur Bengali definition [লা:ক্স্পা(র্)] (noun) বাগানে জন্মে এমন লম্বা গাছবিশেষ।
- English Word larva Bengali definition [লা:ভা] (noun) শুঁয়া পোকা; শূককীট; পতঙ্গের জীবনচক্রের প্রথম ধাপ (ডিম থেকে বেরোনোর পর)। larval (adjective) শূককীটসংক্রান্ত
- English Word larynx Bengali definition [ল্যারিঙ্ক্স্] (noun) (শারীরবিদ্যা) বাগ্যন্ত্র; স্বরযন্ত্র। laryngitis (noun) স্বরযন্ত্রের প্রদাহ।
- English Word lascar Bengali definition [ল্যাস্কা(র্)] (noun) পূর্বভারতীয় দ্বীপপুঞ্জের নাবিক; ভারতীয় সৈনিকদল; লস্কর।
- English Word lascivious Bengali definition [লাসিভিআস্] (adjective) কামুক; কামোদ্দীপক। lasciviously (adverb) lasciviousness (noun)
- English Word laser Bengali definition [লেইজা(র্)] (noun) আলোকরশ্মিকে ঘনীভূত ও তীব্র করে একদিকে চালনার কৌশল বা যন্ত্রবিশেষ; laser beams, লেসাররশ্মি। laser printer (কম্পিউটারে ব্যবহৃত) লেসার বিম দ্বারা উন্নতমানের মুদ্রণ বা ছাপার যন্ত্র।
- English Word lash 1 Bengali definition [ল্যাশ্] (noun) (১) চাবুক; চাবুকের আঘাত। the lash কশাঘাতের দণ্ড: the lash of criticism, (লাক্ষণিক) সমালোচনার কশাঘাত। (২) চোখের পাতা: She has beautiful eyes with fine lashes.
- English Word lash 2 Bengali definition [ল্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) জোরে আঘাত করা: High winds lashed the branches of the elm. (২) বেত্রাঘাত করা। (৩) lash somebody into (a state) বাক্যবাণ বর্ষণ করে কাউকে উত্তেজিত করে তোলা: The leader lashed his followers into a fury by his fiery speech. lash out (against/at) তীব্রভাবে (কথা দ্বারা বা শারীরিকভাবে) আক্রমণ করা: The leader lashed out at the government. (৩) lash things together দড়ি ইত্যাদি দিয়ে একত্রে শক্ত করে বাঁধা।
- English Word lashing Bengali definition [ল্যাশিঙ্] (noun) (১) কোনো কিছু রাখার জন্য ব্যবহৃত দড়ি। (২) বেত্রাঘাত বা প্রহার।