K পৃষ্ঠা ১
- English Word K, k Bengali definition [কেই] ইংরেজি বর্ণমালার একাদশ বর্ণ।
- English Word Kaaba Bengali definition [কা:বা] (noun) মক্কার পবিত্র কাবাগৃহ; বিখ্যাত মুসলিম তীর্থস্থান।
- English Word kabab Bengali definition [কা:বাব্] (noun) =kebab.
- English Word kabaddi Bengali definition [কাবাডী] (noun) [uncountable noun] হাডুডু খেলা; কাবাডি।
- English Word kachari Bengali definition [কা:চ্যারি] (noun) (১) জমিদার বা নায়েবের কার্যালয় । (২) আদালত।
- English Word kaffir Bengali definition [ক্যাফা(র্)] (noun) দক্ষিণ আফ্রিকার বার্ন্টুজাতীয় লোক; কাফ্রি, কৃষ্ণাঙ্গ আফ্রিকাবাসী বোঝানোর (অপমানসূচক) শব্দ।
- English Word kafila Bengali definition [কা:ফিলা] (noun) কাফেলা; উষ্ট্রারোহী যাত্রীদল; একাধিক ব্যক্তির দলবদ্ধ সফর: We were part of a kafila.
- English Word Kaiser Bengali definition [কেইজা(র্)] (noun) (১৯১৮ সালের আগে) জার্মান সম্রাটের উপাধি।
- English Word kakemono Bengali definition [ক্যাকিমোউনোউ] (noun) (রেশমবস্ত্র কিংবা কাপড়ের উপর অঙ্কিত) জাপানি চিত্রকলাবিশেষ।
- English Word kaleidoscope Bengali definition [কালাইডাসকোউপ] (noun) (১) এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতর অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়। (২) (লাক্ষণিক) উজ্জ্বল দৃশ্যসমূহের দ্রুত পরিবর্তনশীল প্যাটার্ন। kaleidoscopic (adjective) দ্রুত পরিবর্তনশীল (দৃশ্য; রংসম্পর্কিত)।
- English Word kameez Bengali definition [কামীজ্] (অপিচ kamiz) (noun) সালোয়ারের উপর পরিহিত লম্বা ঢিলা পোশাকবিশেষ; কামিজ।
- English Word kampong Bengali definition [ক্যাম্পঙ্] (noun) (মালয়েশিয়ার) ঘের-দেওয়া জায়গা; গ্রাম।
- English Word kangaroo Bengali definition [ক্যাঙ্গারূ] (noun) ক্যাঙ্গারু; অস্ট্রেলিয়ার জন্তুবিশেষ যা পিছনের দুই পায়ে লাফিয়ে চলে এবং স্ত্রী ক্যাঙ্গারু পেটের থলিতে বাচ্চা বহন করে। kangaroo court শ্রমিক বা ধর্মঘটী কয়েদিদের দ্বারা গঠিত অবৈধ আদালত যেখানে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
- English Word kantha Bengali definition [কাঁথা:] (noun) বাংলাদেশে প্রচলিত সেলাই করা এক ধরনের বিছানার চাদর, যা বিছানো ও শীত নিবারণে ব্যবহৃত হয়; কাঁথা। kanthastitch (noun) [uncountable noun] কাঁথার সেলাইয়ের মতো সেলাইয়ের নকশাবিশেষ: a kantha stitch shawl.
- English Word kaolin Bengali definition [কেইআলিন্] (noun) চীনামাটি।
- English Word kapok Bengali definition [কেইপক্] (noun) গদি, জাজিম, লাইফবেল্ট ইত্যাদির ভিতর নরম তুলার মতো যে আঁশজাতীয় দ্রব্য ভরা হয়।
- English Word kaput Bengali definition [কাপুট্] (adjective) (অশিষ্ট) খতম, বিনষ্ট, সাবাড় হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত; বিচূর্ণীকৃত।
- English Word karat Bengali definition [ক্যারাট্] =carat 2
- English Word karate Bengali definition [কারা:টি] (noun) জাপানি আত্মরক্ষার কৌশল যাতে হাত, পা, মাথা ও কনুই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হয়।
- English Word karma Bengali definition [কা:মা] (noun) কর্মফল, বৌদ্ধধর্মের জন্মান্তরবাদ- ব্যক্তির বিভিন্ন জন্মে কৃতকর্মের গুণাগুণ পরবর্তী জন্মে তার নিয়তি কী হবে তা নির্ধারণ করে।