C পৃষ্ঠা ১
- English Word C, c Bengali definition [সী] (plural C’s, c’s [সীজ্]) ইংরেজি বর্ণমালার তৃতীয় বর্ণ; রোমক সংখ্যা ১০০- এর প্রতীক। দ্রষ্টব্য পরি. ৪।
- English Word cab Bengali definition [ক্যাব্] (noun) (১) সংক্ষিপ্ত ভ্রমণে ভাড়ার উপযোগী গাড়ি (অধুনা সাধারণত মোটরচালিত = taxi-cab); ভাড়াটে গাড়ি; ট্যাক্সি। (২) cabman [ক্যাব্ম্যান্] (noun) (plural cabmen) ট্যাক্সিওয়ালা। cab-rank (noun) ভাড়ায় খাটতে অপেক্ষমাণ গাড়ির সারি; যানপঙ্ক্তি। cabstand (noun) যাত্রীর অপেক্ষায় ভাড়াটে গাড়ির দাঁড়ানোর অনুমোদিত স্থান; ট্যাক্সিস্থল। দ্রষ্টব্য Hansom; taxi; ২ চালক ও ফায়ারম্যানের ব্যবহারের জন্য রেল-ইনজিনের অংশবিশেষ; বাস, লরি ইত্যাদিতে চালকের নির্ধারিত স্থান।
- English Word cabal Bengali definition [কাব্যাল্] (noun) (বিশেষত রাজনীতিতে) গোপন ষড়যন্ত্র; (ষড়যন্ত্রের উদ্দেশ্যে সংঘবদ্ধ) গুপ্তচক্র; গুপ্তসংঘ।
- English Word cabaret Bengali definition [ক্যাবারেই America(n) ক্যাবারেই] (noun) (অপিচ cabaretshow) রেস্তোরাঁ ইত্যাদিতে আহাররত অতিথিদের সামনে আয়োজিত বিনোদনমূলক অনুষ্ঠান; ক্যাবারে।
- English Word cabbage Bengali definition [ক্যাবিজ] (noun) [countable noun] (১) বাঁধাকপি; [uncountable noun] রান্না করা কিংবা সালাদ হিসেবে ভোজ্য বাঁধাকপির পাতা। দ্রষ্টব্যcoleslaw. (২) (অনানুষ্ঠানিক) (ক) যে ব্যক্তি অলস ও কোনো বিষয়ে আগ্রহ দেখায় না। (খ) মস্তিষ্কে জখম হওয়ায় যে ব্যক্তি চিন্তা করতে, নড়াচড়া করতে ও কথা বলতে অক্ষম।
- English Word cabbala Bengali definition [ক্যাবালা:] (noun) বাইবেলের গুহ্য তাৎপর্য উদ্ঘাটনপ্রয়াসী ইহুদি ধর্মগুরুদের গুহ্যতত্ত্ব। cabbalism (noun) উক্ত তত্ত্ববিষয়ক বিশেষ জ্ঞান। cabbalist (noun) উক্ত তত্ত্বে অভিজ্ঞ পণ্ডিত। cabbalistic (adjective) উক্ত তত্ত্বঘটিত।
- English Word cabby Bengali definition [ক্যাবি] (noun) (কথ্য) ট্যাক্সিওয়ালা।
- English Word cabin Bengali definition [ক্যাবিন্] (noun) (১) বিশেষত ঘুমানোর জন্য জাহাজ বা প্লেনের কক্ষ; কেবিন। cabin cruiser (noun) এক বা একাধিক কেবিনবিশিষ্ট বৃহৎ মোটরতরি; প্রমোদতরি। (২) কুটির; কুঁড়েঘর; রেলওয়ের সঙ্কেতকুঠুরি। cabinfever (noun) (America(n)) অনেক দিন বাইরে যেতে না-পারার জন্য খিটখিটে মেজাজের ব্যক্তি।
- English Word cabinet Bengali definition [ক্যাবিনিট্] (noun) (১) জিনিসপত্র সংরক্ষণ বা প্রদর্শনের জন্য দেরাজ বা তাকযুক্ত আসবাববিশেষ; আলমারি; a medicine cabinet; a filling cabinet, চিঠিপত্র, দলিল-দস্তাবেজ সংরক্ষণের আলমারি: a China cabinet, চীনামাটির অলংকৃত তৈজসপত্র প্রদর্শনের জন্য, প্রায়ই কাচের সম্মুখভাগবিশিষ্ট আলমারি। cabinet maker (noun) আসবাবপত্র নির্মাতা। (২) রেডিও কিংবা রেকর্ড বাজানোর যন্ত্রাদি সংরক্ষণে প্লাস্টিক, কাঠ বা ধাতুনির্মিত আধারবিশেষ। (৩) মন্ত্রিপরিষদ। Cabinet Minister মন্ত্রী; মন্ত্রিপরিষদ-সদস্য। (৪) (প্রাচীন প্রয়োগ) খাসকামরা।
- English Word cable Bengali definition [কেইব্ল্] (noun) (১) [countable noun, uncountable noun] জাহাজ বাঁধার (তন্তু বা তারের) মোটা মজবুত রজ্জু; নোঙরের কাছি বা শিকল। (২) cable (’s)-length (noun) (৪০০) হাত বা ১৮০ মিটার; বাঁও; এক রশি। (৩) সেতু ইত্যাদির আলম্বনস্বরূপ তারের মোটা কাছি; প্রগ্রহ। cablecar, cablerailway (noun) দুরারোহ পর্বতের উপরে ধাতব রজ্জু ও স্থাবর ইনজিনের সাহায্যে চালিত যানবিশেষ। (৪) বৈদ্যুতিক তারলিপির সাহায্যে বার্তা প্রেরণের জন্য (ভূগর্ভে বা সমুদ্রের তলদেশে ন্যস্ত) অন্তরিত তারের সুরক্ষিত গোছা; উক্ত উপায়ে প্রেরিত বার্তা (=cablegram). (৫) ভূপৃষ্ঠের ঊর্ধ্বে কিংবা ভূতল দিয়ে বৈদ্যুতিক শক্তি পরিবাহিত করানোর জন্য অন্তরিত তার। □ (verb transitive), verb intransitive cable (৪-এর সাহায্যে বার্তা পাঠানো/সংবাদ দেওয়া। cablegram [কেইব্ল্গ্র্যাম্] (noun) তারবার্তা।
- English Word caboodle Bengali definition [কাবূড্ল্] (noun) ছাদ গুটানো যায় এমন মোটরগাড়িবিশেষ।
- English Word caboose Bengali definition [কাবূস্] (noun) (১) রান্নার জন্য নৌপৃষ্ঠস্থ কক্ষ; জাহাজের রান্নাঘর। (২) (America(n)) মালগাড়ির পিছনে রেলকর্মচারীদের ব্যবহারের ছোট পরিবহনযান।
- English Word cacao Bengali definition [কাকা:ওউ] (noun) (১) (অপিচ cacao bean) গ্রীষ্মমণ্ডলীয় বৃক্ষবিশেষের বীজ, যা থেকে কোকো ও চকোলেট প্রস্তুত করা হয়; কাকাও। (২) (অপিচ cacao tree) কাকাও গাছ।
- English Word cache Bengali definition [ক্যাশ্] (noun) পরবর্তীকালে ব্যবহারের জন্য খাদ্যদ্রব্য, গোলাবারুদ ইত্যাদি লুকিয়ে রাখার স্থান কিংবা ঐরূপ সামগ্রী; গুপ্তভাণ্ডার। □ (verb transitive) গুপ্তস্থানে সংরক্ষণ করা।
- English Word cachet Bengali definition [ক্যাশেই America(n) ক্যাশেই] (noun) (উৎকর্ষ, প্রামাণিকতার) ছাপ; মোহর।
- English Word cachou Bengali definition [ক্যাশূ America(n) ক্যাশূ] (noun) মুখে তামাকের গন্ধ তাড়াতে আগেকার দিনে ধূমপায়ীদের ব্যবহারের জন্য সুগন্ধিযুক্ত মিষ্টদ্রব্যবিশেষ।
- English Word cackle Bengali definition [ক্যাক্ল্] (noun) [uncountable noun] হাঁসমুরগির প্যাঁকপ্যাঁক; বকবক; [countable noun] অট্টহাস্য; হাহা; [uncountable noun] আবোলতাবোল; বাজে বকুনি। □ (verb intransitive) ককবক/প্যাঁকপ্যাঁক করা; উচ্চ শব্দে হাসা বা কথা বলা। cackler (noun)
- English Word cacophony Bengali definition [ক্যাকফানি] (noun) কাকুধ্বনি; বেসুর। দ্রষ্টব্যdiscord (৩)। cacophonous [ক্যাকফানিনাস্] (adjective) শ্রুতিকটু; বেসুরো।
- English Word cactus Bengali definition [ক্যাক্টাস্] (plural 'cactuses' বা 'cacti' [ক্যাক্টাই]) নাগফণী; ফণিমনসা।
- English Word cad Bengali definition [ক্যাড্] (noun) নীচ; দুরাশয়; পামর; ইতর। cadish [ক্যাডিশ্] (adjective) নীচ; ইতরোচিত: a cadish trick.