B পৃষ্ঠা ১৭
- English Word beatify Bengali definition [বিঅ্যাটিফাই] (verb transitive) (রোমান ক্যাথলিক চার্চে) এমন ঘোষণা দেওয়া যে কোনো মৃত ব্যক্তি স্বর্গবাসী হয়েছেন; স্বর্গসুখে সুখী হওয়া বা করা। beatication [বিঅ্যাটিফিকেশ্ন] স্বর্গসুখ লাভ।
- English Word beatitude Bengali definition [বিঅ্যাটিটিউ:ড্ America(n) বিঅ্যাটিটুড্] [Uncountable noun] মহাসুখ; স্বর্গসুখ; আশীর্বাদপ্রাপ্ত অবস্থা। (২) (plural) ম্যাথু-বর্ণিত স্বর্গীয় সুখাবস্থা।
- English Word beatnik Bengali definition [বীট্নিক্] (noun) (১৯৫০-এর দশকে) প্রচলিত জীবনযাত্রা, সামাজিক রীতিনীতি ও পোশাকআশাক বর্জনকারী তথাকথিত প্রতিবাদী ব্যক্তি; মাদকাসক্ত ব্যক্তি; পরবর্তীকালে এরা hippy নামে পরিচিতি।
- English Word beau Bengali definition [বাউ] (noun) (plural beaux [বাউজ]) (১) (প্রাচীন প্রয়োগ) বসনভূষণবিলাসী বয়স্ক মানুষ বা বাবু। (২) যে ব্যক্তি মহিলাদের প্রতি বিশেষভাবে আসক্ত। (৩) নাগর, প্রণয়ী। (৪) beau ideal শ্রেষ্ঠ সৌন্দর্য সম্পর্কে কোনো ব্যক্তির ধারণা। the beau monde [বাউমোন্ড্] (ফরাসী) শৌখিন সমাজ।
- English Word Beaufort Scale Bengali definition [বাউফোট্স্কেইল] (noun) (শান্ত) থেকে ১২ (ঝড়, হারিকেন) পর্যন্ত বাতাসের বেগ বা দ্রুততা মাপার পরিমাপক যন্ত্র।
- English Word Beaujolais Bengali definition [বাউজালেই America(n) বাউজালেই] [Uncountable noun] (ফরাসী) বুরগুন্ডি অঞ্চলের ওয়াইন বা হালকা মদ (সাধারণত লাল)।
- English Word beauteous Bengali definition [বিঊটিআস্] (adjective) (কাব্য) সুন্দর; রূপবান; শোভাময়।
- English Word beautician Bengali definition [বিঊটিশ্ন্] (noun) যে ব্যক্তি প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান (বিউটি পার্লার) চালায়।
- English Word beautiful Bengali definition [বিঊটিফ্ল্] (adjective) সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন: a beautiful face/flower/voice. beautifully (adverb): sings beautifully. beautify [বিঊটিফাই] (verb transitive) সুন্দর করা।
- English Word beauty Bengali definition [বিঊটি] (noun) (১) [Uncountable noun] যেসব গুণের সমন্বয়ে ইন্দ্রিয় (বিশেষত চোখ, কান) বা নৈতিকতা বা বুদ্ধিবৃত্তির কাছে আনন্দময় বলে প্রতিভাত হয়; সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা: the countryside of Bangladesh is full of natural beauty. Beauty is only skin-deep (প্রবাদ) বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না। (২) [Countable noun] (plural beauties) কোনো ব্যক্তি, বস্তু, দৃষ্টান্ত, বৈশিষ্ট্য বা সুন্দর বা উত্তম: Isn’t she a beauty? The dimple on her right cheek is one of her beauties. beauty parlour (noun) প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান। beauty queen (noun) সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ি শ্রেষ্ঠ সুন্দরী। beauty salon (noun) প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান। beauty sleep (noun) মধ্যরাত্রির পূর্বে নিদ্রা। beauty spot (noun) (১) সুন্দর দৃশ্য আছে এমন স্থান। (২) মুখমণ্ডলের শোভাবর্ধনকারী স্বাভাবিক (জন্মসূত্রে) বা কৃত্রিম দাগ, টোল ইত্যাদি।
- English Word beaver 1 Bengali definition [বীভা(র্)] (noun) (১) এক ধরনের লোমশ জন্তু যা জলে ও স্থলে বাস করে; বিবর। (২) [Uncountable noun] উক্ত জন্তুর পশম। (৩) [Uncountable noun] খুব ভারী পশমি পোশাক। (৪) [Countable noun] উক্ত প্রাণীর পশম দিয়ে তৈরি টুপি, দস্তানা প্রভৃতি।
- English Word beaver 2 Bengali definition [বীভা(র্)] (noun) পুরাকালে সৈন্যদের হেলমেট বা শিরস্ত্রাণের পরিবর্তনযোগ্য নিম্নাংশ যা ঠোঁট ও চিবুক রক্ষা করত।
- English Word beaver 3 Bengali definition [বীভা(র্)] (verb intransitive) beaver away (at something) (কথ্য) কঠোর পরিশ্রম করা।
- English Word bebop Bengali definition [বীবপ্] =bop.
- English Word becalmed Bengali definition [বিকা:ম্ড্] (predicatively adjective) (কোনো পালতোলা জাহাজ) বাতাসের অভাবে গতিহীন বা অচল।
- English Word became Bengali definition become–এর past tense
- English Word because Bengali definition [বিকজ্] (conjunction) (১) সে-কারণে; কেননা; যেহেতু: I couldn’t attend the meeting because I was ill. (২) because of (preposition(al)) জন্য; দরুন: He had to retire because of ill health. because of his bad leg, he could not walk fast. just because: you can’t be rude to me just because you are my boss.
- English Word beck 1 Bengali definition [বেক্] (noun) (ইংল্যান্ডের উত্তরাঞ্চলে) পাহাড়ি ঝরনা বা ছোট নদী।
- English Word beck 2 Bengali definition [বেক্] (noun) হাত, মাথা, চোখ, বাহু প্রভৃতির ইঙ্গিতে আহ্বান; ইশারা। be at somebody’s beck and call কারো সম্পূর্ণ আজ্ঞাবহ বা তাবেঁদার হওয়া। Have somebody at one’s beck and call কাউকে সব সময়ে আজ্ঞাবহ করে রাখা।
- English Word beckon Bengali definition [বেকান্] (verb transitive), (verb intransitive) অঙ্গপ্রত্যঙ্গের ইঙ্গিতে কাউকে ডাকা (অনুসরণ করতে); ইশারা করা: The policeman beckoned to me with his forefinger.