• Bengali Word শুধু English definition (adjective) 1 only; mere: শুধু কথা. 2 empty; bare; plain: শুধু হাতে, শুধু চোখে.  (adverb) only; merely; just; simply; continuously: সারাদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, সে শুধু চোখ তুলে তাকাল. শুধু শুধু (adverb) 1 for nothing: এখানে শুধু শুধু আসা. 2 in vain: তুমি শুধু শুধু খেটে মরছ.