• Bengali Word দেওয়া ২ English definition (verb transitive) 1 give. 2 award: পুরষ্কার দেওয়া. 3 confer; bestow: খেতাব দেওয়া. 4 give up; sacrifice; lay down: দেশের জন্য প্রাণ দেওয়া. 5 provide; supply; give: ভাত-কাপড় দেওয়া. 6 distribute; apportion: বেটে দেওয়া. 7 give out of charity: ভিক্ষা দেওয়া. 8 establish; found; set up: মসজিদ দেওয়া. 9 pay: দাম দেওয়া/ পরীক্ষার ফি দেওয়া. 10 repay: দেনা দেওয়া. 11 render; extend; give: ধন্যবাদ দেওয়া. 12 build; construct: পাঁচিল দেওয়া / বেড়া দেওয়া. 13 impose; inflict; administer: শাস্তি দেওয়া. 14 administer; apply: ঔষধ দেওয়া. 15 cite; give: দৃষ্টান্ত দেওয়া. 16 write (down): ঠিকানা/ তারিখ দেওয়া. 17 put on; wear: টুপি মাথায় দেওয়া, বালা হাতে দেওয়া. 18 hold over: মাথায় ছাতা দেওয়া. 19 throw into: জলে দেওয়া. 20 deal; inflict: আঘাত দেওয়া. 21 insert; thrust into: গলায় আঙ্গুল দেওয়া. 22 marry; wed; given in marriage: মেয়ে দেওয়া. 23 perform: বিবাহ দেওয়া/ পূজা দেওয়া. 24 donate: চাঁদা দেওয়া. 25 ascribe; give: নাম দেওয়া. 26 spare: সময় দেওয়া. 27 furnish with: ঠেকনো দেওয়া. 28 lean against: ভর দেওয়া/ ঠেক দেওয়া. 29 entrust with; give; hand over: ভার দেওয়া. 30 touch with; set to: হাত দেওয়া/ পা দেওয়া/ মুখ দেওয়া. 31 impart; give: উপদেশ দেওয়া. 32 sprinkle: গাছে পানি দেওয়া. 33 spray; sprinkle: গায়ে রং দেওয়া. 34 send: ছেলেকে স্কুলে দেওয়া. 35 add; mix: দুধে জল দেওয়া. 36 utter: ডাক দেওয়া/চিৎকার দেওয়া. 37 take: লম্ফ দেওয়া. 38 sell (for); give in exchange: মাছটা একশ টাকায় দেওয়া. 39 allow: ভাববার সময় দেওয়া. 40 place: কাপড় রোদে দেওয়া. 41 offer; dedicate; মসজিদে শিরনি দেওয়া. 42 draw: গণ্ডি দেওয়া. 43 yield; produce: গরুর দুধ দেওয়া. 44 set: কাজে হাত দেওয়া. 45 execute: ফাঁকি দেওয়া. 46 employ in ; give: চাকরি দেওয়া. 47 put to: লজ্জা দেওয়া. 48 fasten: খিল দেওয়া. 49 shut; close; bolt: দরজা দেওয়া. 50 keep; leave; ফাঁক দেওয়া. 51 paint; put: ফোঁটা দেওয়া. 52 post: চিঠি ডাকে দেওয়া. 53 take to; দৌড় দেওয়া. 54 serve: টেবিলে খাবার দেওয়া. 55 sew; stitch: কাপড়ে তালি দেওয়া. 56 keep out: বাদ দেওয়া. 57 affix: চিঠিতে টিকিট দেওয়া. 58 pronounce: মামলার রায় দেওয়া. 59 pass: মতামত দেওয়া. 60 lend: ঋণ দেওয়া/ ধার দেওয়া. 61 cast: দৃষ্টি দেওয়া. 62 inform; apprise; intimate to: খবর দেওয়া. 63 sharpen; whet: ছুরিতে ধার দেওয়া. 64 grant; sanction: ছুটি দেওয়া. 65 keep time; strike in unison. 66 let; permit; allow: যেতে দেওয়া. 67 pierce with; thrust at somebody (with something): বুকে ছুরি দেওয়া. 68 accord; give: অনুমোদন দেওয়া. 69 sow; scatter: জমিতে বীজ/ সার দেওয়া. 70 give out: ধোঁয়া দেওয়া. 71 light: উনানে আগুন দেওয়া. 72 set to: গানে সুর দেওয়া. 73 used after certain verbs to indicate completion of an action, eg: ফেলে দেওয়া, দিয়ে দেওয়া, জ্বালিয়ে/ পুড়িয়ে দেওয়া. (adjective) given; offered; conferred; awarded; bestowed দেওয়া-নেওয়া (noun) give and take. দেওয়ানো (verb transitive) cause to give/award/put ( the meanings of দেওয়া above)