• Bengali Word হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে, হিংচা English definition [হ্যালেন্‌চা, হিন্‌চা, হিন্‌চে, হিঙ্‌চা] (বিশেষ্য) এক প্রকার তিক্ত স্বাদযুক্ত জলজ শাক (হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) হিলমোচিকা>}
    • Bengali Word হিংচা ২, হিঞ্চা, হেলেঞ্চা English definition [হিঙ্‌চা, হেন্‌চা, হ্যালেন্‌চা] (বিশেষ্য) জলজ তিক্ত শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হিলমোচিকা>}