• Bengali Word হেলা ১ English definition [হেলা, হ্যালা] (ক্রিয়া) ১ ঝোঁকা; একপাশে নত হওয়া; একদিকে কাত হওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। হেলানো১ (বিশেষ্য) ১ হেলে পড়া। ২ ঝুঁকে পড়া অবস্থা। হেলানো (বিশেষ্য) ১ ঠেসান; কাকেও অবলম্বন (হেলান দেওয়া)। ২ হেলে বা একপাশে নত হয়ে অবস্থান। হেলানো২, হিলানো (ক্রিয়া) ১ ঝোঁকানো। ২ একপাশে নত বা কাত করানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {√হেল্‌+আ; (তুলনীয়) (হিন্দি) হিলনা}
    • Bengali Word হেলা ২ English definition [হ্যালা] (বিশেষ্য) ১ অবজ্ঞা; ঘৃণা; তচ্ছিল্য; অশ্রদ্ধা। ২ অবলীলা; অক্লেশ; সহজে যা করা যায় (হেলায় লঙ্কা করিল জয়-দ্বিজেন্দ্রলাল রায়)। হেলন (বিশেষ্য) ১ অবজ্ঞা; অশ্রদ্ধা। ২ অবহেলা বা তাচ্ছিল্যকরণ। হেলাগোছা (বিশেষ্য) বিশৃঙ্খলা; এলোমেলো (বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলাগোছা করা থাকে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হেলাফেলা (বিশেষ্য) অবজ্ঞা; তুচ্ছতাচ্ছিল্য (পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) হেড়্‌+আ}
    • Bengali Word হেলায়, হেলে English definition [হেলায়্‌, হেলে] (ক্রিয়াবিশেষণ) সহজে; অনায়াসে; অবহেলায় (বাঙালির ছেলে বিজয়সিংহ হেলায় লঙ্কা করিল জয়-সত্যেন্দ্রনাথ দত্ত; তোমায় আনিয়া দিব হেলে-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) হেলা+৭মী একব, সাধারণত পদ্যে ব্যবহৃত হয়}