• Bengali Word হৃৎ, হৃদ্‌ English definition [হৃত্‌, হৃদ্‌] (বিশেষ্য) ১ হৃদয় । ২ চিত্ত; মন; অন্তঃকরণ। ৩ বক্ষের অভ্যন্তরভাগ; হৃৎপিন্ড। ৪ বক্ষঃস্থল; বুক। হৃৎকমল (বিশেষ্য) হৃদয়রূপ পদ্ম; মনরূপ পদ্ম। হৃৎকম্প (বিশেষ্য) ১ হৃদপিন্ডের স্পন্দন; বক্ষস্পন্দন। ২ ভয়ে বা আবেগে হৃদপিন্ডের স্পন্দন। ৩ ভয়ে বা আবেগে হৃদপিন্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ। হৃৎপতন (বিশেষ্য) মনের পতন (যদি হৃৎপতন থেকে অতুল বাঁচতে চায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। হৃৎপদ্ম (বিশেষ্য) হৃৎকমল(নাভিপদ্ম হৃৎপদ্ম …আনিয়া ফেলিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। হৃৎপিন্ড, হৃদ্‌পিন্ড (বিশেষ্য) স্বয়ংক্রিয় স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্রবিশেষ যা বক্ষঃস্থলে অবস্থিত। হৃদস্পন্দন (বিশেষ্য) (জীবনের লক্ষনসূচক) হৃদপিন্ডের স্পন্দন। হৃদ্‌গত (বিশেষণ) মনোগত; অন্তঃকরণস্থ; হৃদয়গত (বস্তুত আবেগ মাত্রই হৃদ্‌গত বা ঐকান্তিক নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। হদ্দেশ (বিশেষ্য) বুক; বক্ষঃস্থল। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ক্বিপ্‌}
    • Bengali Word দুর্হৃৎ, দুর্হৃদ English definition [দুর্‌হৃৎ, দুর্‌হৃদ্‌] (বিশেষণ) ১ হৃদয়হীন; নিষ্ঠুর (বুঝিলাম মোর শত্রু নয় দুর্হৃদ মানুষ কিংবা কুটিল দেবতা-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ কঠোর; হৃদয়হীন (রবীন্দ্রনাথের দুর্হৃদ মনোভাবে শুধু অনুকম্পার অভাব আছে-সুধীন্দ্রনাথ দত্ত)। সুহৃদ বিপরীতার্থক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+হৃদ; (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word সুহৃদ, সুহৃৎ English definition [শুরিত্‌, শুরিদ্‌] (বিশেষণ) উত্তম হৃদয় এমন। □ (বিশেষ্য) ১ বন্ধু; মিত্র; সখা; হিতৈষী; হিতকারী। ২ সুন্দর বা শোভন হৃদয়; সহৃদয়। সুহৃদবর, সুহৃদ্বর (বিশেষ্য) (বিশেষণ) শ্রেষ্ঠ বন্ধু। {(তৎসম বা সংস্কৃত) সু+হৃদ; (বহুব্রীহি সমাস)}