• Bengali Word হুলা, হুলো English definition [হুলা, হুলো] (বিশেষ্য) মর্দা বিড়াল; পুং মার্জার। ¨ (বিশেষণ) অন্ডকোষবিশিষ্ট; পুরুষজাতীয়; মর্দা। {হোল+আ,>}
    • Bengali Word হুলানো English definition [হুলানো] (ক্রিয়া) পিছনে তাড়া করা (আমীর বহুতর হুলায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(হিন্দি) হুলনা}
    • Bengali Word হুলাহুলি English definition [হুলাহুলি] (বিশেষ্য) ১ উলুধ্বনি (হুলাহুলি নৌকা বাহে বাহল বাজন-কাজী দৌলত)। ২ হল্লা; কোলাহল। {(তৎসম বা সংস্কৃত) হুলাহুলী>}