• Bengali Word হুর, হুরি, হুরী English definition [হুর্‌, হুরি, হুরী] (বিশেষ্য) ১ অতিশয় সুন্দরী; জান্নাতের পরী; স্বর্গের অপ্সরী (পিশাচীকে হুর বলছ-শেখ ফজলল করিম)। ২ বেহেশতের সুন্দরী (একতা নিয়ে নেমে আসে হুর-কায়কোবাদ)। {(আরবি) হুর}
    • Bengali Word হুরমত English definition [হুর্‌মত্‌] (বিশেষ্য) সম্ভ্রম; সন্মান; ইজ্জত (মক্কা মদিনার হুরমত রক্ষা হইবে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) হুরমত}
    • Bengali Word হুরী English definition ⇒ হুর