• Bengali Word হুঙ্কার, হুংকার English definition [হুঙ্‌কার] (বিশেষ্য) হুম শব্দ; গর্জন; নাদ। হুঙ্কারিত, হুংকারিত (বিশেষণ) ১ গর্জন ধ্বনিতে পূর্ণ। ২ হুঙ্কারপূর্ণ; হুঙ্কারযুক্ত। হুঙ্কৃত; হুংঙ্কৃত (বিশেষণ) গর্জিত। হুঙ্কৃতি (বিশেষ্য) হুঙ্কার; হুঙ্কার ধ্বনি; গর্জন। হুঙ্কারা, হুংঙ্কারা (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত)হুঙ্কার করা। {হুম+কার}
    • Bengali Word হুঙ্কারিত, হুঙ্কৃত English definition ⇒ হুঙ্কার
    • Bengali Word হুহুঙ্কার English definition [হুহুঙ্‌কার্‌] (বিশেষ্য) সিংহনাদ; গর্জন (নীড়ের বাঁধন বাঁধিয়া রাখিতে পারে না আর গগনে শুনেছে কাহার হুহুঙ্কার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হুঙ্কার>}