• Bengali Word হীরক, হীরা, হিরে English definition [হিরক্‌, হিরা, হিরে] (বিশেষ্য) উজ্জ্বল রত্নবিশেষ; এক প্রকার অতি মূল্যবান ও দুত্যিমান রত্ন (নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। হীরার টুকরা (বিশেষ্য) (আলঙ্কারিক) অতিশয় সৎস্বভাব বা প্রতিভাবান; অতি গুণবান ছেলে। হীরার ধার (বিশেষণ) হীরার ধারের ন্যায় অতি তীক্ষ্ণ।{(তৎসম বা সংস্কৃত) হীরক,>}