• Bengali Word হিরণ্ময়, হিরণময় English definition [হিরন্‌ময়্‌] (বিশেষণ) ১ স্বর্ণনির্মিত; সোনার তৈরি (আমার পরাণ করি হিরম্ময় -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্বর্ণবর্ণ; সোনালি (হিরম্ময় বেশ-আতাউর রহমান)। ¨ (বিশেষ্য) পরব্রহ্ম; ব্রহ্ম। হিরম্ময়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) হিরণ্য +ময়(ময়ট্‌)}