• Bengali Word হিংসা English definition [হিঙ্‌শা] (বিশেষ্য) ১ বধ; হনন। ২ অনিষ্ট; অপকার; ক্ষতি। ৩ পরের ক্ষতি করবার বাসনা। ৪ পরশ্রী কাতরতা; ঈর্ষা; বিদ্বেষ। হিংসাত্নক (বিশেষণ) মূলে হিংসা আছে এমন; হিংসাযুক্ত; ক্ষতি করবার বাসনাযুক্ত। হিংসালু (বিশেষণ) ১ ঘাতক (ভ্রমে আশেপাশে হিংসালু শিবা-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ ক্ষতিকারক । ৩ হিংস্র; হিংসাশীল। ৪ বিদ্বেষপরায়ণ। হিংসিত (বিশেষণ) ১ বিনাশিত। ২ হিংসার লক্ষ্য বা বিষয় করা হয়েছে এমন। হিংস্য (বিশেষণ) ১ বধ্য। ২ হিংসার উপযুক্ত; হিংসাযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হিংস্‌+অ+আ(টাপ্‌)}